এই জনমে আর কি দেখানোর বাকি রাখল এই আওয়ামিলীগ নেতা...................?
সরকারী টাকা মেরে পারাবারিক কবরস্থান নির্মাণে জীবদ্দশাতেই নিজেদের নামের আগে মরহুম যোগ করে নেমপ্লেট লাগিয়েছে ঝিনাইদহের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওয়াহেদ।
পারিবারিক কবরস্থান, টাইলসে মোড়ানো দেয়াল। সমাধিফলকগুলো শ্বেতপাথরের তৈরি। পাঁচটি ফলকের প্রতিটিতে নাম ও জন্মতারিখ খচিত। দুটিতে জন্ম ও মৃত্যুতারিখ উল্লেখ আছে। বাকিগুলোতে মৃত্যুর তারিখের জায়গাটি ফাঁকা।
কবরস্থান পাকাকরণ, টাইলসে মোড়ানো ও সমাধিফলক—এসবই করিছেন আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার। তিনি জীবিত থাকলেও কবরের নামফলকে নিজেকে ‘মরহুম’ লিখে রেখেছেন। যে তিনটিতে মৃত্যুর তারিখ লেখা হয়নি, তাঁরা সবাই বেঁচে আছেন। তার চেয়েও বড় কথা, তিনি এই পারিবারিক কবরস্থানটি পাকা করেছেন সরকারি টাকায়।
আবদুল ওয়াহেদ ঝিনাইদহের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়িয়া গ্রামের বাসিন্দা। ডেফলবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় প্রায় এক শতাংশ জায়গার ওপর জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের টাকায় ২০১১-১২ অর্থবছরে এক লাখ ১৫ হাজার টাকায় পারিবারিক এই কবরস্থানটি নির্মাণ করেছেন তিনি। জেলা পরিষদের প্রশাসক হওয়ায় প্রকল্প অনুমোদন ও খরচ করার ক্ষমতা নিজের হাতেই রয়েছে তাঁর। এ কারণে উন্নয়ন প্রকল্পের টাকা পারিবারিক কবরস্থান পাকাকরণে খরচ করেছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের ঈদগাহের পাশে আনুমানিক এক শতাংশ জায়গায় প্রাচীর দেওয়া হয়েছে। প্রাচীরের গায়ে মূল্যবান টাইলস দেওয়া। এই কবরস্থানে আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার তাঁর স্ত্রী লায়লা জোয়ার্দ্দারের নামেও জায়গা রেখে ফলক বানিয়েছেন। তাতে নামের আগে ‘মরহুমা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পরিবারের লোকজনের নামে আরও তিনটি ফলক রয়েছে।
তবে আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার দাবি করেন, ‘কবরের মূল প্রাচীরের উন্নয়ন নিজের টাকায় করেছি। প্রকল্প থেকে এখানে টাকা ব্যয় করা হয়নি। ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের নামে কেউ টাকা তুলে থাকলে তা আত্মসাৎ করা হয়েছে।’
জেলা পরিষদের তৎকালীন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ঈদগাহ ও কবরস্থান একই স্থানে হওয়ায় একসঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রথম বরাদ্দে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় বরাদ্দ আনা হয়।
সূত্র প্রথম আলো
উনার উচিত সরকারী টাকায় উনারদের কবরে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রও লাগিয়ে রাখা। কারণ নয়তো সরকারী টাকা আত্মসাৎ এর অপরাধে পরবর্তীতে কবরে গরম অনুভূত হওয়ার আশঙ্কা আছে।
সরকারী টাকা মেরে পারাবারিক কবরস্থান নির্মাণে জীবদ্দশাতেই নিজেদের নামের আগে মরহুম যোগ করে নেমপ্লেট লাগিয়েছে ঝিনাইদহের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন