"মেঘে ঢেকে যাই যদি কখনো আমি , ভূলে যেওনা । আবার ফিরব আমি- থেকে যেও , আমি যেন তোমাকে দেখি " কিছু কথা এমন ছিল, আবার ফিরে আসার, সেই পথে ।
আবার একবার ফিরে যাওয়া সেই দিনগুলোর মাঝে, হয়ত ক্ষনিকের জন্য নিজেকে খুঁজে নেয়া , হয়ত বা কিছু স্মতি নতুন করে সাজিয়ে নেওয়ার আশা আর এই হৃদয় চায় , অনুভূতির সাথে কিছুক্ষন বসবাস করার অভিলাষ। অদ্ভূত সেই ফিরে দেখা......... সময়ের সিড়িঁ দিয়ে আজ আমি সত্যি অনেক দূরে ।
পুরানো ডায়েরী ; পাতাগুলো মলিন ।লাল, নীল কালিতে কিছু কথা লেখা আছে, কিছু অর্থহীন শব্দ আর কিছু ছবি। আশ্চর্য !! একদিন সবকিছু ছিল প্রাণময় রঙ্গিন, আজ সবকিছুই ধূসর। সেই হেটেঁ যাওয়া পথ, দূরন্ত বিকাল, আড্ডা গল্প , বিকালের সেই আবীর রং সবকিছুই আছে, শুধু আমি নেই। কিছু প্রিয় মুখ এখনো আসে ঘুরে ফিরে কিন্তু মনের আড়ালে কোথায় হারিয়ে গেলো ওরা। হেটেঁ চলি আমি সেই পথ ধরে , যেখানে একদিন রেখে গিয়েছিলাম আমার পদ চিহ্ন। খোঁজে ফিরি কাউকে মনের অজান্তে, হয়ত সেই ছিল একদিন আমার চলার পথের নিরব সাক্ষী।
বিকাল ফিরে এল বলে , পাখিগুলো উড়ে যাচ্ছে দূর দিগন্তে সীমানা ছাড়িয়ে, শান্ত প্রকৃতি, ব্যস্ততা মনে হয় শেষ হয়ে এল, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একটি দিন আবার মহাকালের গহীনে........আর তার সাথে আমার স্বপ্নগুলো।
আমি ভাবছি----------
তুমি কে? আবার সেই প্রশ্ন -তুমি কে? কেন ফিরে যেতে চাও সেই নিরব অতীতে, কাকে খোঁজ তুমি?
হিমেল এক বাতাস বয়ে যায় আমার মাঝে, অদ্ভূত এক অনুভূতি গ্লাস করে আমাকে -- আজ আমি এই কাকে খোঁজতে এলাম? আমি ! মুখামুখি দাড়াঁই, .....আমার সম্তত অনুভূতি যেন নিরবে বলছে- " আমি ! তুমি। তুমি এই'ত ছিলাম আমি।
এক অসীম শন্যতা আমাকে ছুয়েঁ গেল। এক না পাওয়া ত্বপ্তি নিয়ে যেন আমি দেখতে পেলাম হারিয়ে ফেলা এক পৃথিবী। এক বিশাল আকাশ, সেই গোধুলী, যা ছিল শুধুই আমার, এক অনাবিল আনন্দ, বষ্টি আর রোদের খেলা , সেই পথ যেখান থেকে আমি হারিয়ে গিয়েছিলাম অসীম শন্যতার মাঝে।
সন্ধ্যা নেমে এল । চারদিকে আধাঁর খেলা করছে, নিরবতা ছুঁয়ে গেছে আমার পৃথিবী জুড়ে। একরাশ কষ্ট আর বেদনা নিয়ে আবার ফিরে আসা , সাথে কিছু নিঃসঙ্গতা আর কান্না। ডায়েরী বন্ধ হয়ে গেল, তার সাথে হারিয়ে গেলাম আমি চিরতরের জন্য, সাথে ধূসর স্মতিগুলো।
অনুভূতিগুলোর সাথে প্রতারণা , কিছুক্ষণ সময়ের সাথে যুদ্ধ, আবার সেই ব্যস্ততা। আবার একটি জীবনের গল্প ----------------
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪১