আমার অনুভূতি আমার ভাষা । আমার হৃদয়ের যত কথা, আমার ভাল লাগার যত প্রকাশ , আমি তোমাতে বলি । আমার নিরবতা, আমার উচ্ছলতা, আমার প্রকাশ , আমার চিৎকার ছিল , আমার ভাষারই অভিলাষ। তোমরাই আমাকে দিয়েছ এই বলার অধিকার, এই র্গব, এই পরিচয়। আজ তোমাদের জানাই আমার শ্রদ্বা , ভালবাসা। আমরা বাংলাদেশি, প্রতিটি প্রজন্মে আমরা তোমাদেরকে হৃদয়ে ধারন করে যাব । শ্রদ্বা ও ভালবাসার সাথে উচ্চারন করব তোমাদের নাম। যত দিন আমরা থাকব, তোমরা হবে আমাদের অনুপ্রেরনা। প্রতিটি বাংনা র্বণমালা , অক্ষর, শ্ব্দ, বাক্য বলবে তোমাদের গল্প। আমাকে যে দিয়েছে এই অহংকার, সে সব ভাষাসৈনিকদের জন্য রইল হৃদয়ের গভীর অনুভূতি থেকে শ্রদ্বা। আমরা গবির্ত আজ তোমাদের জন্য। একুশ আমার অহংকার, বাংলা আমার ভাষা। " একুশ আমার অনুভূতিকে ছুঁয়ে যায়, যখন আমি বলি বাংলা আমার ভাষা। আমার ভালবাসার প্রখরতার মাঝে আমি একুশকে খোঁজে পাই, য়খন আমি বলি বাংলা আমার পরিচয়। আমার ভাল লাগার সব অনুভূতি হৃদয়ে স্পদিত হয় , যখন আমি তোমাতে বলি আমার কথা ".
সবাইকে মাতৃভাষা দিবষের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭