রোহিঙ্গাদের অঅধিকাংশ ই ইয়াবা এবং অন্যান্য মাদক ব্যবসায় জড়ি , তাদের হাত ধরেই মূলত মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট আসে। এটা আমরা আগে থেকেই জানি, মিডিয়াতে এ বিষয়ে হাজারো খবর এসেছে। এখন কথা ওদের কে কেন এই দেশেই আশ্রয় দিতে হবে? আর তাঁরাই বা কেন আমাদের দেশেই আসছে। ভারতেও তো যেতে পারে, কিন্তু যাচ্ছে না কেন? এটাও তাদের নিজস্ব একটা বড় ষড়যন্ত্র, এমন ও হতে পারে দলে দলে যোগদান করে তারা কক্সবাজার এবং এর আশেপাশের জেলাগুলো দখল করতে চায়। এমনিতেই কক্সবাজার জেলাতো তাঁরা দখল করেই নিয়েছে। এখন বাকি রইল চট্টগ্রাম, সেটা অল্পকিছু সময়ে তাঁরা দখল করে নিতে পারবে।
-
রোহিঙ্গা জাতিগোষ্ঠী কোনোদিন ই বাঙালীদের সাথে ছিলনা এবং এখন ও নেই। পিছনের ইতিহাসের পাতায় চোখ মেললে এর প্রমাণ যতেষ্ট পাওয়া যায়। ১৯৭১ সালে তাঁরা সমর্থন করেছিল পশ্চিম পাকিস্তান কে পূর্ব পাকিস্তান ( বাংলাদেশ) কে না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ওরা এই বাংলাদেশেই মাথা গুজার ঠাই পেল।
বর্তমানে বাংলাদেশের জন্য রোহিঙ্গা একটা বড় সমস্যা, এই সমস্যা থেকে বেড়িয়ে আসা আদৌ সম্ভব কিনা বলা মুশকিল তবে মনে হয়না, সম্ভব। কথা আছে বসতে দিলে শুতে চাই, রোহিঙ্গা রা তাই করছে। মানবতার খাতিরে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ আর এখন বাংলাদেশ ই পড়েছে বিপাকে। বিভিন্ন সংস্থার তথ্যমতে বর্তমানে ৯ লাখের ও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে, আবার অনেক অনেক ছিটিয়ে পড়ছে আশপাশের জেলাগুলোতেও তাতে করে তাদের দ্বারা অপরাধ বাড়ছে, চারিদিকে জনমনে শুরু হয়েছে আতংক। ইদানীং আবার শুনা যাচ্ছে অনেক রোহিঙ্গা রা নাকি বাংলাদেশের নাগরিক ও হয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার বিদেশে পাড়ি জমাচ্ছেন, এটা দেশের জন্য অবশ্যই বড় ধরনের হুমকি। জানিনা এর শেষ কোথায়, তবে আমরা শান্তি চাই, দেশের মানুষ কে নিয়ে সুন্দর একটা সমাজ গড়তে চাই '''''
।।।।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯