রোহিঙ্গা দের আশ্রয় দিতে জাতিসংঘ বাংলাদেশ কে আহবান করছেন, কিন্তু কেন? জাতিসংঘ কেন মায়ানমার কে কোনো প্রকার চাপ সৃষ্টি করতে পারছেন না, এর মানে কি জাতিসংঘ তাঁদের কে ভয় পায়? সহজ উত্তর হ্যা ভয় পায়। কারণ তাঁরা ভীতু কাপুরুষ ছাড়া আর কিছুই নন। ভীতুর দলেরা যদি একটু শক্ত অবস্থান নিত তবে আজ হয়তো লেডি হিটলার নামক ডাইনী মহিলা, অং সান সুচি রোহিঙ্গা দের নাগরিকত্ব এবং পূর্ণ স্বাধীনতা দিত, নির্বিচারে এইভাবে হত্যা করত না।
-
মূলকথায় আসি
অনেকে বলে যে রোহিঙ্গা দের আশ্রয় দেয়া উচিৎ, আবার জাতিসংঘ ও বলে ওদের আশ্রয় দাও, এখন কথা হচ্ছে বাংলাদেশ কেন তাদের আশ্রয় দেবে? আমরা আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়ার মত বিশাল বড় দেশ যে তাদের কে আশ্রয় দেব। আমরা কি বিশ্বের উন্নত দেশ যে আমরা তাদের আশ্রয় দেব? আমরা যেখানে নিজেরাই খেতে পায়না সেখানে তাদের কেন আশ্রয় দেব।
আজ দেশে লাখ মানুষ খাদ্যের অভাবে আছে, বন্যাদুর্গত প্রায় দেশের অনেক জেলা, আমরা তাদের কেই ঠিক মত সাহায্য সহযোগীতা করতে পারছিনা, সেখানে অন্যদেশের মানুষ কে কেন সাহায্য করব। তাঁরা অসহায় এটা সত্য কিন্তু আমরা যে তাদের চেয়েও বড় অসহায়, সেটাও ভাবা দরকার। পরিশেষে একটা কথায় বলতে চাই এমন না হয়, একদিন আমাদের স্বাধীন দেশে আমরা নিজেরাই না সংখ্যালঘু হয়ে যায়, যেমন টা হয়েছে ফিলিস্তিনের সাথে।
-
-
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২০