আবাল চীফ, মঘা চীফ, আসিফ-আসিফ। দু-পেয়ে পান্ডার ঘোড়ার আন্ডা। ১৮+ যুক্ত ^ সুশীলতা মুক্ত পোষ্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঈদের চাঁদ দেখার জন্যে পোলাপাইনের সাথে দাঁড়াইলাম চাঁদ দেখুম, হটাৎ পোলাপাইন স্লোগান দিলো, আবালচীফ/মঘাচীফ-আসিফ,আসিফ। ভাবলাম দুষ্ট পোলাপাইন দুস্টমি কইরা কতো নাম দেয়। পরে নাইমা পড়লাম খোঁজার জন্যে কেন তারে আবাল চীফ/মঘা চীফ বলা হয়।
কোন এক কলি কালে উনি হিজড়াদের মানুষ বলেছেন এতেই দুষ্ট পোলাপাইন তারে হিজড়া বলে ডাকিলেন। আমাদের সমাজের একটা ইডিয়ম হলো, সরকারকে হিজড়া ডাকা, কারন ঐডা আকামের, বেরসিক চীফ ও তাহার সাঙ্গ [পাঙ্গরা কিছুই বুঝিলেন না। আবাল চীফই সর্বপ্রথম হিজড়াদের মানুষ বলিয়াছেন বলে নাস্তিকাড্ডায় জোরেসোরে তালিয়া হয়। গোঁপ ওয়ালা নাস্তিক, ঝাঁকড়া চুলের,খোঁচা খোঁচা দাড়ির কাঠ নাস্তিকেরা দাবি উঠালেন, আবাল চীফই যেহেতু সর্বপ্রথম হিজড়াদের মানুষ বলিয়াছেন, তাই চীফের নামেই ওটা প্যাটেন্ট কইরা রাখা হোক।
তাহার কিছুদিনপর চীফ বলিলেন সমকামিতা একটা স্বাভাবিক বিষয়, মানসিক না। যেহেতু অনেক পশু পাখি সমকামিতা করে থাকে তাই এটা স্বাভাবিক। গোঁপ ওয়ালাডা উইঠা দিলো তালি, বাকি গুলা পিঠ পিঠ চাপড়াইলো চীফের। যেহেতু চীপ বলেছে তাই চীফ কে দিয়েই হইলো শুরুটা,চীফের এখন ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্হা।
তাহার কিছুদিন পর চীফ দেখিলেন, বাড়ির ছোট মুরগীর ছানারা বড় হইতে লাগিলো, উহাদের মধ্যে পুরুষ মুরগটা বড় হওয়ার পর তাহার বোন মুরগীর সাথে সঙ্গম করে, কয়দিন পর ঐ পুরুষ মুরগটা তাহার মা মুরগীর সাথেও সঙ্গম করে, প্রানী জগতে যা হয় আর কি!
চীফ বলিলেন, মা-বোনের সাথে ঐ সব করাটা মানসিক না, ওটা স্বাভাবিক, যেহেতু প্রানী জগতে হয়। নাস্তিকেরা আবারো পিঠ চাপড়ালো চীফের। তুমুল হষ্র ধ্বনি দিয়ে এই প্রথিতযশা চীফকে সব কাঠ নাস্তিকেরা বরন করিলেন।
ঝাঁকড়া চুলের কাঠ নাস্তু বলিলেন, ধর্মই সব বিভেদের মূল,
খোঁচা দাড়িওয়ালাটা বললো, ধর্মই করিলো পথটা ভুল।
গোঁফ ওয়ালাটা ফেললো লোল।
তাহার কিছুদিন পর চীফ বলিলেন, মিচুয়াল(পারস্পারিক বোঝাপড়া) সেক্স যার সাথেই হোক ঐডা ঠিক আছে। মিচুয়াল হইলেই হইলো। ঐ সেক্সটা দু-পেয়ে গাধ বা চার-পেয়ে গাধার সাথে বা ঘোড়ার সাথে বা কুত্তার সাথে বা শিয়ালের সাথে বা গরুর সাথেও হইতে পারে। তুমুল করতালি হইলো নাস্তিকাড্ডায়, চীফের একেকটা মহান কথা শুনে সবাই পাগল পারা, সংসার ছাড়া,মাথা ন্যাঁড়া হইলো। মানুষের না হয় মিচুয়াল করা যায়, পশুদের মিচুয়াল বুঝা যায় কেমতে? এই প্রশ্ন তুলিলেন খোঁচা খোঁচা দাড়িওয়ালাটা। চীফ পিজিক্যালি দেখানের জন্যে রাস্তা হইতে একটা কুকুর ধরে নিয়া আসলেন। কুকুরের সাথে আকাম করার সময় যখন দেখবা কুকুরটা কিছুই বলেনা, তাইলে ওটা মিচুয়াল সেক্স। কাম শুরু করলেন চীফ, হটাৎ কুকুরটা প্রচন্ড গতিতে ঘুরে গিয়ে চীফের আন্ডাতে বসালেন কামড়। বিষাক্ত কুকুরের কামড়ের পর অপারেশান করে চীফের আন্ডাকে ফেলে দিতে হলো। এক কান, দুই কান, অনেক কান হয়ে দুষ্ট পোলাপাইন শুনলো আবাল চীফ এখন আন্ডাহীন চীফ।
অতঃপর তাহার আবাল চীফ, মঘা চীফের সাথে আরেকটা চীফ যোগ হলো, আন্ডাহীন চীপ।
(উপরে বর্নিত চরিত্রগুলো সম্পূর্ন কাল্পনিক,ঘটনাগুলো বাস্তব। কারো এন্টিনার জোর কম থাকায়, নিজের চরিত্রের সাথে উপরোক্ত চরিত্র মিলালে ওটা তার উপর বর্তায়)
১৫টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
পার্বত্য চট্টগ্রাম- মিয়ানমার-মিজোরাম ও মনিপুর রাজ্য মিলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে?
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সেপ্টেম্বর মাসে আমেরিকা ভ্রমণ করেছেন । সেখানে তিনি ইন্ডিয়ানা তে বক্তব্য প্রদান কালে ক্ষুদ্র নৃগোষ্ঠী chin-kuki-zo দের জন্য আলাদা রাষ্ট্র গঠনে আমেরিকার সাহায্য চেয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
হাসান মাহমুদ গর্ত থেকে বের হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম... ...বাকিটুকু পড়ুন
দারিদ্রতা দূরীকরণে যাকাতের তাৎপর্য কতটুকু?
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক... ...বাকিটুকু পড়ুন
শেখস্তান.....
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
সেকালের বিয়ের খাওয়া
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।... ...বাকিটুকু পড়ুন