কাল সারাদিন হাসপাতালে ছিলাম। কিঞ্চনের আসল সমস্যা কালই ধরা পড়লো। তার টি,বি (টিউবার কলোসিস) হয়েছে। এবং টি,বি-এর ভাইরাস তার শরীরে খুব খারাপভাবে ছড়িয়ে পড়েছে। তার কোন ফুসফুসই কাজ করছে না।তার বুকে দু'টো ড্রেন করে দূষিত রক্ত বের করে ফেলা হচ্ছে প্রতিনিয়ত এবং অন্য একটি যন্ত্রের মাধ্যমে বিশুদ্ধ রক্ত শরীরে প্রবেশ করানো হচ্ছে।সে সম্পূর্ন অচেতন অবস্থায় আছে।
কিঞ্চনের মা আসছে রবিবার।তার জন্য ইমার্জেন্সী ভিসার ব্যবস্থা করা হয়েছে।এতোদিন তার শরীরের অরিজিনাল অবস্থার কথা বলা হয়নি তার পরিবারকে। গতকাল ডাক্তার নিজে এখান থেকে ফোন করে জানায় তার বাবাকে কিঞ্চনের শরীরের বর্তমান অবস্থার কথা।
লিনা তার কাজে যাওয়া বন্ধ করে রাত-দিন হাসপাতালে বসে আছে।ফোন করলেই কাঁদছে।ওর কথা বার বার লিখছি কারন কিঞ্চনের প্রতি ওর ভালোবাসায় আমার সবাই মুগ্ধ এবং কৃতজ্ঞ।ইস্! কিঞ্চন যদি জানতো।
ডাক্তাররা এখনো আশাবাদী না তার ব্যাপারে।আপনারা সবাই দোয়া করবেন প্লীজ। আপডেট পরে জনাবো।ধন্যবাদ।
যারা কিঞ্চন সম্পর্কে আগের লেখাটি পড়েননি তাদের জন্য নীচের লিংকটিঃ
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৯