সদ্য সমাপ্ত ১টেস্ট আর ৫ ওয়ানডের সিরিজ হেরে দেশের পথে বাংলাদেশ।
আসুন দেখি আমাদের দলের কে কেমন করেছ সিরিজে।
টেস্ট ব্যাটিং
১ টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের খেলোয়ারদের করুণ দশা ব্যাটিং-এ। দুই ইনিংস মিলিয়ে একমাত্র আশরাফুল শতক পেরুতে পেরেছ, যার ভেতর রয়েছে ৭৮ রানের একটি ইনিংস, বল খেলেছেন মাত্র ২০৯টি। তার কাছাকাছি আছেন অধিনায়ক শাকিব, ৯৩ বল খেলে তিনি করেছেন মাত্র ৭৪ রান। যার মধ্যে প্রথম ইনিংসে তার রান রয়েছে ৬৮। তারপর আছেন মুশফিক (১৩৮ বলে ৫৫ রান), তামিম (৭৭ বলে ৫৮ রান), রাজ্জাক (৩৭ বলে ৫৪ রান !!!!!!), নাফিস (১৬৩ বলে ৫৯ রান), মাহমুদুল্লাহ (৬০ বলে ২৪ রান)।
বলা যায়, এই টেস্টে শুধুমাত্র আশরাফুল ই (সঙ্গে নাফিস আর মুশফিক) ব্যাটিং টা একটু টেস্ট স্টাইল এ করেছে। বাকিদের হয়তো টয়লেটের তাড়া আছিলো।
টেস্ট বোলিং
টেস্টে জিততে হলে ২০টা উইকেট দরকার। বোলাররা উইকেট পেয়েছেন মাত্র ১৫টা। খারাপ না, কিন্তু বিপরীতে যে রানটা দিয়েছেন, সেইটা আরেক ইতিহাস। শাকিব আর রুবেল ৪টি করে উইকেট শিকার করেছেন, যার বিপরীতে তারা রান দিয়েছেন যথাক্রমে ৩০ আর ৩৯ রান করে প্রতি উইকেটে। আর যারা উইকেট পেয়েছেন, রবিউল ৩টা, রাজ্জাক ২টা, মাহমুদুল্লাহ ১টা আর শফিউল পেয়েছেন ১টি।
ওয়ানডে ব্যাটিং
এইখানে শাকিব আর মুশফিক রকিং। ৮৬ আর ৭৩ স্ট্রাইক রেটে তারা যথাক্রমে রান করেছেন ২১৬ আর ২০৮। তাদের চেয়ে বেশি রান করেছে একমাত্র জিম্বাবুইয়ের সিবান্দা। ১০০ এর উপর রান আছে আর একমাত্র তামিম এর (৭৬ স্ট্রাইক রেটে ১৫৭ রান)। ওয়ানডেতে আশরাফুল আশা দেখাইয়া আমাদের ফুল বানিয়েছেন আবারও। তার তিন ম্যাচে সর্বমোট রান মাত্র ২৩ রান, যার মধ্যে সর্বোচ্চ ১৫।
ওয়ানডে বোলিং
চারদো গুনে আট, সংগে যোগ ৩, এই হলো রুবেল এর ১১ উইকেট। ওয়ানডেতে উইকেট শিকারিতে দ্বিতীয়তে আছে রুবেল। তারপরেই আছে মাহমুদুল্লাহ আর অধিনায়ক শাকিব, পেয়েছেন ছয়টি করে। তারপর শফিউল ৫টা, রাজ্জাক ২টা, নাজমুল ১টা আর আশরাফুল ১টা। বুঝতে পারিনা, আশরাফুলকে যখন দলে রাখা হয়, তখন কেন তার বোলিং ব্যবহার করা হয় না? ৮.১ ওভার করে ৩৭ রান দিয়ে ১ উইকেট খারাপ কি?
৭ + ৭
অধিনায়ক শাকিব সবার থেকে এগিয়ে। টেস্ট আর ওয়ানডের ব্যাটিং আর বোলিং মিলিয়ে তাকে ১০ এ ৭ দেওয়া যায়।
৭ + ১ + ২
আশার-ফুল কে টেস্টের ব্যাটিংএর জন্য ১০ এ ৭ দিলেও ওয়ানডের ব্যাটিং এ ১০ এ পাবে ১।



৭
বোলিংয়ে রুবেলকে ১০ এ দিবো ৭।
৫ + ৬
মুশফিক ব্যাটিং - ৫, কিপিং - ৬ (শেষ ম্যাচে কি ক্যাচগুলোই না ধরলো)
৪ + ৫
মাহমুদুল্লাহ ব্যাটং - ৪ (একমাত্র শেষ ওয়ানডে ছাড়া কোনই পারফর্ম্যান্স নাই), বোলিং - ৫
৪ + ৩
রাজ্জাক ব্যাটিং - ৪ (টেস্টে ৬টা ৪ আর ৩টা ৬), বোলিং - ৩
৪
নাসির, শুভোগত ওয়ানডে ব্যাটিং - ৪
৪
তামিম ব্যাটিং - ৪
৩
শুভো ব্যাটিং - ৩
৩
ইমরুল ব্যাটিং - ৩
২
নাফিস ব্যাটিং - ২
২
সিদ্দিকি ওয়ানডে ব্যাটিং - ২
এই Ranking আমার তৈরি করা। যদি Ranking টা পছন্দ না হয় তবে বলে যাইয়েন কেন পছন্দ হয়নি।
--------------
সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৬