আমার ভয় লাগে না মা, রাতে একলা শুতে পারি,

বন্ধু যদি ঝগড়া করে, নেইনা এখন আড়ি।

শীতের দিনে করতে গোসল, একাই পারি বটে,

মাকড়সা আর পিপড়া ধরে আর রাখি না পটে।
পাশের বাড়ির ঈদের গরুর, লেজ নাড়িনা ধরে,

আর কাঁদিনা, রাস্তার উপর আছাড় খেয়ে পড়ে।
ছন্দ ছাড়া কাব্য পড়ে, গল্প ভাবি নাকো,
এমন তরো, শিখছি কত হাজার থেকে লাখো।

বলতে গেলে সবই পারি, একটা জিনিস বাদে,
কার বা এমন সাধ্য বলো, তোমার মতো রাঁধে।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৫