আহারে তার সারা শরীর আগুন ঝরা হাসতো হাঁসি,
আমারে যেন প্রতি কথায় বলতো, তোমায় ভালোবাসি
আমায় যেন বলতো এসে,“ভালো আছেন?”, ঠিক শুনেছি,
একটি কথাই সারা মাসে তাই শুনে কি হতাম খুশি।
আমার না হয় অন্ধ দুচোখ, দেখেও তাই ভুল দেখেছি,
কল্পনারই আকাশ জুড়ে কত রকম রঙ মেখেছি ।
ভয় ছিল খুব যাচ্ছি কোথায়, হৃদয় জুড়ে পাচ্ছি কি ঠাই ?
নাকি আমি মিথ্যে ভয়ে, হচ্ছি কাবু, ভেবেই না পাই।
এসব ভেবেই গেল সময়, কল্পনাতে সব্যসাচী
সেতো অনেক এগিয়ে গেছে, যেথায় ছিলাম সেথায় আছি।