প্রথম পর্ব দেখতে হলে ।
আমার দেয়া সকল মুভি রিভিউ পোস্ট ( ডাউনলোদ লিঙ্ক সহ )
1. Hotel Rwanda (2004) :

তথ্য জানতে
ডাউনলোড লিঙ্কস :
মিডিয়াফায়ার লিঙ্কু (৩০০ mb )
স্টেজভু লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
রুয়ান্ডার লোকজনের মদ্ধে দুই ধরনের ভাগ রয়েছে
১. হুতু - যাদের গায়ের রঙ বেশী কালো ,এবং নাক চওড়া ।
২. তুতসী - যারা একটু ফর্সা , এবং নাক চওড়া নয় ।
কাহীনির প্রেক্ষাপট ১৯৯৪ সাল ।পল রুসেসাবাগিনা ( ডন ক্যাডল ) একজন হুতু , ফোর স্টার একটি হোটেলে কাজ করেন । তার স্ত্রী আবার একজন তুতসী । কিছু হুতু নেতার চক্রান্তে শুরু হয় তুতসীদের গনহত্যা । প্রায় ১০০ দিন ধরে চলা এই গনহত্যায় নিহত হয় ৮ লক্ষ মানুষ। বেশিরভাগ তুতসী ছিল এর বিপক্ষে । সুতরাং যারা বিরোধী ছিল তাদেরকেও হত্যা করা হত । পল তার স্ত্রী এবং কিছু তুতসী প্রতিবেশী নিয়ে এসে উঠেন তার কর্মক্ষেত্র হোটেলে । কারন এই হোটেলে বিদেশীরা থাকায় তা নিরাপদ । কিছু দিনপর সেই হোটেল থেকে জাতিসঙ্ঘ সব বিদেশীদের নিয়ে যায় । পল পড়েন বিপদে এতদিন জাতিসঙ্ঘ বাহিনী তাদের রক্ষা করত এখন কি হবে । এদিকে পল এবং হোটেলে থাকা তুতসীদের হত্যার জন্য পুরস্কার ঘোষনা করা হয় । এরপর ও পল তাদেরকে বাঁচিয়ে রাখার আশা ছাড়েননি । বাঁচিয়ে আনেন প্রায় ১২০০ লোককে । এই ছবিটা দেখে অঝোরে কেঁদেছি । মনে হল মানুষই একমাত্র এমন খারাপ করতে পারে , আবার মানুষই পারে এমন ভাল কাজ করতে ।
( ছবিটির কাহীনি সম্পুর্ন সত্য ঘটনা নিয়ে নির্মিত এই লিঙ্কে দেখুন ।
এই ধরনের আরেকটি মুভি "সিন্ডলার্স লিস্ট " সেটিও ভালো , কিন্তু এটার মত নয় । আমার দুখঃ রয়ে গেল , সিন্ডলার্স লিস্ট মুভিটি ৭টা অস্কার পেলেও এই ছবিটা ১ টিও পায়নি )
২. Million Dollar Baby ( 2004 ) :

তথ্য জানতে
ডাউনলোড লিঙ্ক :
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক (৩০০ mb )
ম্যাগি ফিথসগার্ল (হিলারী সাঙ্ক) গরীব পরিবারের মেয়ে , বড় ইচ্ছা বক্সার হবেন। তাই গেলেন বক্সিং কোচ ফ্র্যাঙ্কি ডুনের (ক্লিন্ট ইস্টউড ) এর কাছে । ডুনের কোন ইচ্ছাই নেই কোন মেয়েকে কোচিং করানোর । কিন্তু ম্যাগির প্রচন্ড রকম আগ্রহ দেখে না করে পারলেন না । কিছুদিনের মদ্ধে ম্যাগি হয়ে উঠল সেরা বক্সার । কিন্তু একটি এক্সিডেন্ট তাকে বসিয়ে দিল সারা জীবনের জন্য । বক্সিং করতে গিয়ে একটি ভুলের জন্য প্রচন্ড আহত হলেন ম্যাগি । ম্যাগিকে মেয়ের মত ভালোবেসে ফেলেছিলেন ডুন তার এই অবস্থা কতদিন আর সহ্য করবেন । অবশেষে সেই সিদ্ধান্ত নিলেন যা বাচিয়ে দেবে ম্যাগিকে তার যন্ত্রনা থেকে এবং তাকেও মনের আত্মপীড়ন থেকে
ছবিটি দেখে না কেদে থাকতে পারিনি । ছবিটিতে আমার তিনজন প্রিয় অভিনেতা আছেন । ক্লিন্ট ইস্টউড , মরগ্যান ফ্রীম্যান , এবং হিলারী সাঙ্ক । হিলারী সাঙ্কের আন্য একটি ভাল লাগা মুভির রিভিউ দিয়েছিলাম ইনসমনিয়া । ৪ টি অস্কার পাওয়া ছবিটি আপনাদের অবশ্যই ভাল লাগবে ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩১