যারা Ebay শপ ডিজাইন /প্রোগ্রামিং করেন তাদের জন্য একটি জরুরী বিষয় হলো 'ডাইনামিক ক্যাটাগরী'। যারা এ বিষয়ে কাজ করেন / করবেন বা করেছেন, তারা জানেন যে ইবে হোস্ট আপনাকে ডাইনামিক স্ক্রিপ্ট আপলোড করার সুযোগ দেয় না। আবার ক্রসডোমেইন জাভাস্ক্রিপ্ট রান করতে দেয় না। আবার শপ ডিজাইন করতে হলে স্ট্যাটিক পেজ দিয়ে কাজ করা প্রায় অসম্ভব বা শপ ঔনাররা করতে চান না। তখন এই রকম অনেক টুলের দরকার হয়। এইখানে ইবে মনোপলি ব্যবসা করে যাচ্ছে, তাদের নির্দিষ্ট ডিজাইনার/কোম্পানি ছাড়া তারা এর অল্টারনেট পদ্ধতি প্রকাশ করে না। এইখানে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্ল্যাক আর্ট টেকনোলজি। আমি পেশাগত সুত্রে ইবের বেশ কিছু প্রোডাক্ট ডিজাইনিং এ কাজ করেছি। কিন্তু তাদের ব্ল্যাকআর্ট আর জানা হয় নাই। জিদ চেপে গেলো। এই ওপেনসোর্সের যুগে তাদের মনোপলির একটা অংশ ধসিয়ে দিতে পারলে ভালো লাগবে। তাই আমার একটা টুলের অংশ আমি বাংলাদেশী ইবে ডিজাইনার / প্রোগ্রামারদের জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলাম।
Click This Link
ব্যবহার পদ্ধতি:
ইবে শপের ইউজার নেম দিয়ে, 'জেনারেট এক্সএমএল' বাটনে ক্লিক করুন। তারপর 'ক্রিয়েট জেএস কোড' লিংকে যেয়ে কোড জেনারেট করুন। জাভাস্ক্রিপ্ট কপি করে আপনার শপ পেজে পেষ্ট করে দিন। ব্যস আপনার পেজে শপ ক্যাটাগরি এড হয়ে গেল। আর কখনো যদি ইবে থেকে ক্যাটাগরি পরিবর্তন করেন তবে এই প্রক্রিয়া চালিয়ে আপনার কোড আপডেট করে নিন।
আপনি জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করার পর স্ট্যাটাস পেজে যেয়ে লিংক কেমন করে আসবে তার একটা ডেমো দেখে নিতে পারেন।
আর ইবে নিয়ে কিছু জানার থাকলে এখানে বলতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করবো (যদি আমি জানি ), ধন্যবাদ।
(উত্স্বর্গ: বাংলাদেশের আউটসোর্সিংএ জড়িত প্রোগ্রামারদের জন্য )
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৮