তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী,
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা কৃষ্ণচূড়া ফুল,
বাঁধতেছিলাম আমার উতল চুলে।
সে সুর শুনে ঊর্মিমালা জাগলো নদীর জলে,
লাগলো দোলা মন পবনের নায়।
ফুটলো হাসি ভুবন জোড়া অস্তরাগের রঙে,
আমার সবুজ এই হৃদয়ের গায়।
ছড়িয়ে দিলাম আমার হাসি সন্ধ্যাতারার পথে,
উড়িয়ে দিলাম ভালোবাসার গান।
কুঁড়িয়ে নিলাম সাঁঝের মায়া নিল আকাশের রথে
ভাসিয়ে দিলাম আমার আকুল প্রাণ।
থমকালো সুর একটু তোমার, বুকে কাঁপন হলো শুরু,
মন উচাটন উথাল পাথাল ক্ষন।
বসন্ত রাগ উঠলো বেঁজে বুকের দুরুদুরু
বাঁশীর সুরে উথলি আনচান।
বইলো পবন ঝিরঝিরিয়ে তমাল শাখে শাখে,
দারুচিনি গন্ধে চারিপাশ।
উঠলো কাঁপন তিরতিরিয়ে পিয়াল সারির ফাঁকে,
গাইলো কোকিল তখন মধুমাস।
আকাশ তখন পড়ছে ঢুলে দিগন্তের ঐ বুকে,
মেঘের ভেলায় বসন্ত বাহার ।
তোমার আমার গল্প নিয়ে নতুন দিনের সুখে-
লিখছে কথা একটি কবিতার।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:৩৭