তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল,
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল।
টুই পাখিদের একটি শাবক ছানা
কোমল করে ডাকছিলো কোন খানে?
হঠাৎ সেথা চমকানো ক্ষন গাঢ়
খরোস্রোতা নুড়ি নদীর টানে।
ভাঙতেছিলাম আমরা পাশাপাশি
তুমি আমি যুগল মৌনব্রতী,
নিষিদ্ধ ক্ষন বিলুপ্তি পথ শেষে
ভাসতেছিলাম ডুবন্ত চাতকী।
আমরা ছিলাম নীরব নিরুচ্চারী
এই পৃথিবীর প্রথম নরনারী,
আসন্ন সেই মিলন বিহ্বলতা
কাঁপছিলো চাঁদ পূর্ণ কোজাগরী।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:০৬