নিজের কৌতূহল মেটাতে গিয়ে এ বিষয়ে জানার চেষ্টা করেছিলাম যখন করে জেলা জজরা তাদের পদমর্যাদা নিয়ে বেশ হইচই শুরু করেছিল এবং নিজেদেরকে তিন বাহিনীর প্রধানের চেয়ে সিনিয়র হিসেবে দাবি করেছিল । সর্বশেষ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী আমাদের দেশের সকল সামরিক-বেসামরিক কর্মকর্তার তুলনামূলক পদমর্যাদা নিচে বোঝার সুবিধার্থে ছক আকারে তুলে দিলাম । এখানে প্রতিক্ষেত্রে
ক। বেসামরিক প্রশাসন (অ্যাডমিন ক্যাডার)
খ। পুলিশ
গ। আর্মি
ঘ। নেভী
ঙ। এয়ারফোরস বোঝানো হয়েছে ।
১ম গ্রেড
ক। ক্যাবিনেট সেক্রেটারি
খ। পুলিশে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
গ। জেনারেল
ঘ। অ্যাডমিরাল
ঙ। এয়ার চীফ মার্শাল
২য় গ্রেড
ক। প্রশাসনে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
খ। পুলিশে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
গ। লেফটেন্যান্ট জেনারেল
ঘ। ভাইস অ্যাডমিরাল
ঙ। এয়ার মার্শাল
৩য় গ্রেড
ক। সেক্রেটারি
খ। আই জি
গ। মেজর জেনারেল
ঘ। রিয়ার অ্যাডমিরাল
ঙ। এয়ার ভাইস মার্শাল
চতুর্থ গ্রেড
ক। এডিশনাল সেক্রেটারি
খ। এডিশনাল আই জি
গ। ব্রিগেডিয়ার জেনারেল
ঘ। কমোডোর
ঙ। এয়ার কমোডোর
৫ম গ্রেড
ক। জয়েন্ট সেক্রেটারি
খ। ডি আই জি
গ। কর্নেল
ঘ। ক্যাপ্টেন
ঙ। গ্রুপ ক্যাপ্টেন
ষষ্ঠ গ্রেড
ক। ডেপুটি সেক্রেটারি (ডিসির দায়িত্বপ্রাপ্ত)
খ। এডিশনাল ডি আই জি
গ। লেফটেন্যান্ট কর্নেল
ঘ। কমান্ডার
ঙ। উইং কমান্ডার
৭ম গ্রেড
ক। ডেপুটি সেক্রেটারি
খ। এস পি
গ। মেজর
ঘ। লেফটেন্যান্ট কমান্ডার
ঙ। স্কোয়াড্রন লীডার
৮ম গ্রেড
ক। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ইউ এন ও ইত্যাদি)
খ। এডিশনাল এস পি
গ। ক্যাপ্টেন
ঘ। লেফটেন্যান্ট
ঙ। ফ্লাইট লেফটেন্যান্ট
৯ ম গ্রেড
ক। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এসিল্যান্ড,ম্যাজিস্ট্রেট ইত্যাদি)
খ। সিনিয়র এ এস পি
গ। লেফটেন্যান্ট
ঘ। সাব লেফটেন্যান্ট
ঙ। ফ্লাইং অফিসার
১০ ম গ্রেড
ক। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
খ। এ এস পি
গ। সেকেন্ড লেফটেন্যান্ট
ঘ। অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট
ঙ। পাইলট অফিসার
উল্লেখ্য, ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স হচ্ছে সরকারের জারিকৃত প্রজ্ঞাপণ যা গেজেট আকারে প্রকাশিত হয় । যে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স আমাদের দেশে প্রচলিত আছে তা প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে । সর্বশেষ জানুয়ারি ২০০৮ সালে এই ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে সংশোধন করা হয় । এখানে উপরের তালিকাটি তৈরি করা হয়েছে সকল বিভাগের মধ্যকার সামঞ্জস্যতার সাধারণ ধারণা প্রদানের জন্য ।
এখানে শুধুমাত্র বোঝার সুবিধার্থে একই পদমর্যাদার অফিসারদেরকে এক গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে । যেমন পুলিশ বা আর্মিতে এ এস পি এবং সেকেন্ড লেফটেন্যান্ট হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রথম বা সর্বনিম্ন পদ । প্রশাসনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি । কিন্তু পুলিশ বা সশস্ত্র বাহিনীর তুলনায় অ্যাডমিনে পদের সংখ্যায় তারতম্য থাকায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদটিকে ৯ম বা ১০ম যে কোন গ্রেডেই অন্তর্ভুক্ত করা যেতে পারে । এ বিষয়ে আপনাদের কারো অন্য কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন ।
এছাড়াও এখানে আরও কিছু ব্যাতিক্রম আছে । সেগুলো হচ্ছে, ক্রমিক ৪ এ উল্লেখিত এডিশনাল সেক্রেটারিকে একই ক্রমে উল্লেখিত অন্যান্যদের চেয়ে সিনিয়র বিবেচনা করা হয় । এছাড়া ক্রমিক ৭ এ উল্লেখিত ডেপুটি সেক্রেটারির নিচের কোন পদের ব্যাপারে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে সরাসরি উল্লেখ না থাকলেও সরকারী বেতন স্কেলের সামঞ্জস্যতার ভিত্তিতে উপরে উল্লেখিত ধারণাটি অনেক দিন আগে থেকেই সামরিক-বেসামরিক উভয় প্রশাসনেই বহুল প্রচলিত এবং স্বীকৃত ।
এবার জেনে নিন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের প্রথম পনেরজন ব্যাক্তি কারা । এরা হচ্ছেন ক্রমানুসারে -
১। প্রেসিডেন্ট
২। প্রধান মন্ত্রী
৩। স্পীকার
৪। প্রধান বিচারপতি, সাবেক প্রেসিডেন্ট
৫। ক্যাবিনেট মন্ত্রী , চীফ হুইপ, ডেপুটি স্পীকার, প্রধান বিরোধীদলীয় নেতা / নেত্রী
৬। টেকনোক্র্যাট মন্ত্রী,ঢাকার মেয়র
৭। কমনওয়েলথ ভুক্ত দেশ সমুহের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
৮। প্রধান নির্বাচন কমিশনার(সি ই সি), প্রতিমন্ত্রীগন, হুইপ, সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগের বিচারপতিগণ
৯। ইলেকশন কমিশনারগণ, সুপ্রীম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতিগণ
১০। উপমন্ত্রীগণ
১১। উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত ব্যাক্তি
১২। ক্যাবিনেট সেক্রেটারি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান গণ
১৩। এম পি গণ
১৪। পরিদর্শক(visiting) অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
১৫। অ্যাটরনী জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আরও দশটি ধাপের কথা উল্লেখ আছে (মোট ২৫ টি)। সেগুলো অনেক দীর্ঘ বলে এখানে উল্লেখ করলাম না। কারো আগ্রহ থাকলে গুগল সার্চে গিয়ে খোঁজ দ্য সার্চ মেরে দেখতে পারেন ।
তবে ভাই এইখানে একটা কথা বলে রাখি, উপরের এইসব হোমড়া চোমড়া ব্যাক্তিদের বেতনের টাকা কিন্তু আসে আমজনতার ট্যাক্সের টাকা থেকে । তাই সবার উপরে হোক আমজনতা সত্য,তাহার উপরে নাই ।
আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে ।
সূত্রঃ
১। WARRANT OF PRECEDENCE, 1986 (Revised up to 7 January 2008)
Cabinet Division [Published in the Bangladesh Gazette, Extraordinary, dated the
20th September, 1986
২। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল
৩। সামরিক বেসামরিক বিভিন্ন কর্মকর্তার সাথে কথোপকথনে প্রাপ্ত তথ্য
জ্ঞানের কাঠখোট্টা কথা অনেক হল । এবার আমার একটা রস রচনার লিঙ্ক দিলাম । ছোটভাই বোনেরা আপাতত দূরে থাকো । প্রাপ্তবয়স্করা এইখানে গুঁতালে নিরাশ হবেন না কথা দিচ্ছি
ইঁচড়ে পাকা ছেলেবেলা ৩- নীল ছবির গল্প ( ১৮ পিলাচ, বাচ্চারা দূরে থাকো)