১। ডিজিটাল বনলতা সেন
অনেক বছর ধ'রে আমি করিতেছি প্রেম,মোবাইলে- ফেসবুকে
দুই দিনে বেশ জমে ওঠে প্রেম,সাতদিনে যায় চুকে ।
আমি ক্লান্তু প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
রুমডেটে ঘন্টাখানেক শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
বনলতা সেন
হাজার বছর ধ'রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
আমি ক্লান্তু প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
২। নারী
সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর ।
ডিজিটাল কবিতা
ক্ষমতার গান গাই-
আমার চক্ষে দল আর মতে কোনো ভেদাভেদ নাই!
হয়নি সৃষ্টি এদেশে কিছুই চির-কল্যাণকর ,
সু্যোগ পেয়ে চুরি করেই ভরেছে যে যার ঘর ।
৩। সেদিন চৈত্র মাস
প্রহর শেষের আলোয় রাঙ্গা,সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলেম-
আমার সর্বনাশ
ডিজিটাল কবিতা
প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস ,
পিজা হাটে ডেটিংয়ে গিয়ে খেয়েছিলাম বাঁশ
বিল মেটাতে গিয়ে আমার হল সর্বনাশ ।
৪। আষাঢ়
নীল নবঘনে আষাঢ়গগনে
তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
ডিজিটাল কবিতা
মেরামত নাই,ভেঙ্গে গেছে তাই
চলাচল- পথ নাহিরে ।
ওগো,তোরা আজ যাসনে ঘরের বাহিরে ।
৫। হন্তারকদের প্রতি
অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো
দেখতে, এবং ওরা মানুষই
ওরা বাংলা মানুষ
এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনবো না কোনোদিন।
ডিজিটাল কবিতা
অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো
দেখতে, এবং ওরা মানুষই
ওরা বাংলা মানুষ
এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনবো না কোনোদিন।
(এই কবিতাটা পরিবর্তনের সময় আসেনি এখনো । আশেপাশে মানুষরূপী অসংখ্য পশুর আনাগোনা)
আমার লেখা সাম্প্রতিক ব্লগ মনে বড় দিলেন কষ্ট – প্রিয় মুহম্মদ জাফর ইকবাল ও আদিবাসী ইস্যু