এবারে রংপুর গিয়ে দেখলাম সব চাষযোগ্য জমিতে শুধু তামাক চাষ হচ্ছে। আরও খেয়াল করলাম বেশ কিছু নাম করে সিগারেট কারখানা শহরের একটু দূরে অবস্হিত। আসুন তার কিছু ছবি আজ আমরা দেখি।
তামাক গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। তামাক গাছের শুকানো পাতাকে তামাক বলা হয়। তামাক গাছ ১২-১৮ ইঞ্চি লম্বা হয়।
দেখুন কেমন করে তামাক শুকানো হচ্ছে রাস্তার পাশে।
দেখুন তামাক পাতা শুকানোর পর কেমন বাদামি রঙ হয়ে গিয়েছে।
তামাক নেশাদায়ক পদার্থ। তামাকে আগুন দিয়ে দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুঁকো, ও অন্যান্য ধুমপানের মাধ্যম প্রস্তুত করা হয়। ধুমপান ছাড়াও তামাক নানা রকম ভাবে ব্যবহার হয়, যেমন চিবিয়ে (জর্দা, যা পানের সাথে খাওয়া হয়), ঠোঁটের ফাঁকে গুঁজে (যেমন খৈনি), বা নাকে ঠুসে (নস্যি)।
তামাকের মূল নেশাদায়ক উপাদান নিকোটিন এক প্রকারের স্নায়ুবিষ (নিউরোটক্সিন), যা একধরণের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের (কোলিনার্গিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর) উপর কাজ করে। কিন্তু তামাকের ধোঁয়াতে নিকোটিন ছাড়াও নানা ক্যান্সারপ্রদায়ী পদার্থ থাকে, যেমন বেঞ্জোপাইরিন ইত্যাদি বহুচক্রী আরোমাটিক যৌগ। তামাক অত্যন্ত বিশাক্ত পদার্থ, একখানি সিগারেটে যতখানি তামাক আছে তা চিবিয়ে খেলে পুরপুরি শরীরে যদি প্রবেশ করত, তা থেকে দ্রুত মৃত্যু অনিবার্য। তবে ধুমপানের ফলেও ধীরে ধীরে আয়ু কমে আস্তে থাকে- শুধু ক্যান্সারের প্রবণতার জন্যেই নয়, হৃদরোগের জন্যেও বটে।
তামাক খাওয়ার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে যেমন, মুখ,গলা,ফুসফুস, পেট, মূত্রগ্রন্থি,মূত্রাশয় ইত্যাদিতে ক্যান্সার হতে পারে৷তাছাড়া এর থেকে হৃদযন্ত্র ও ধমনীর রোগ, হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, আকস্মিক হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু, স্ট্রোক (মস্তিষ্কে আক্রমণ)পেরিফেরিয়াল ভাসকিউলার ডিসিস (পায়ে গ্যাংগ্রিন) হয়ে থাকে। প্রত্যেক 8 সেকেন্ডে তামাকের কারণে একটি করে মৃত্যু ঘট। ধূমপান / তামাক মহিলা পুরুষ সবার শরীরের ক্ষতি করে।
ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম......পর্ব ০১
ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম......পর্ব ২
ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম................................................পর্ব ৩
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১২ রাত ১২:৫৫