আমার বড় ভাই পারসোনার ফেবু ফ্যান পেইজে এই কমেন্টটি করেছিলেন ২০ মি আগে কিন্তু এরা ওনাকে ব্লক করে নিজেরা যে দোষী তাই প্রমাণ করলো। ধিক পারসোনা , ধিক









একটা সুন্দর মন্তব্য কেন ব্লক করলেল? জবাব দিবেন কি এ্যাডমিনিসট্রেটর ? কমেন্টটি নিচে দেওয়া হলো:
""এখন শাঁক দিয়ে মাছ ঢেকে লাভ নাই। বরঞ্চ আপনার (কানিজ আলমাস) প্রতিষ্ঠানের যারা এই ব্যাপারে দোষী তাদের এমন শাস্তি দিন যাতে এই হারামির বাচ্চারা দ্বিতীয়বার এই কাজ করার কথা চিন্তাও করতে না পারে। তাতে একটু হলেও যদি আপনার হারানো গৌরব ফিরে আসে। আর একটা কথা আপনাকে বলছি,.."
এর ঐ ভাইয়া আমাকে বল্লে আমি আবার সেটা আমার ফেবু থেকে শেয়ার করি। স্কিন শর্ট নিয়ে রাখছি । ডিলেট করলে আপনাদের সাথে শেয়ার করবো।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১১ বিকাল ৫:০১