আরে ঘুম থেকে উঠ, মফিজের মা চিল্লাইয়া বলতেছে মফিজরে, তুই স্কুলে যাইতে দেরি করে ফেলবি।
কিন্তু মফিজ কয়, মা আমার স্কুলে যাইতে ইচ্ছা করে না, সব বাচ্চা গুলা পাঁজির হাড্ডি, শিক্ষক গুলা ভালো না, আর স্কুলে কোন মজা নাই, আমি স্কুলে যাইতে চাই না আমি ঘরে থাকুম।
কিন্তু তোর তো বয়স ৪৩, আর তুই হইলি স্কুলের হেড মাস্টার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০