এত দিন লাফানোর পর দেখলাম তুমি রাগ ইমনের ব্লগে যেয়ে মাফ চেয়েছ। আমার ধারনা এটা তুমি। কিন্তু এটা আমার মাথায় ঢুকছে না কেন। তোমার এসব আচরণে উদ্দেশ্য কি??
যদি তুমি মনে কর ওনাদের কাছে মাফ চাওয়া যায়, উনারা সে রকম যোগ্য লোক, তাহলে আমি অবশ্যই চাইব তুমি আস্তমেয়ের কাছেও ক্ষমা চাইবে।
শুনেছি জাপানে ছোট বাচ্চা ছেলেমেয়েদের নাকি খুব সম্মান করা হয়। কারন তারা মনে করেন, জাপান কে ওনার যত উন্নত করেছেন বাচ্চারা সেটাকে আরও উন্নত করবেন। সে হিসেবে আস্তমেয়ের কাছে তোমার মাফ চাওয়া উচিত কারন আস্ত ভবিষ্যতেও তার সমাজ কে কিছু দিতে পারে। সে হিসাবে তার কাছেও তুমি ক্ষমা চাইতে পার।
এবং এটা করা উচিত। নাইলে তুমি কেন রাগ ইমনের কাছে ক্ষমা চাইলা বল।
আমি আজকে সত্যিই তোমার উপর খুবই নাখোশ হইছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০