এক বিদেশী দিল্লী এবং আগ্রা ঘুরে দেখবার জন্য এক গাইড নিয়োগ করেছে। দিল্লীর রেড ফোর্ড দেখে তিনি এর স্থাপত্য শৈলী খুবই প্রশংসা করলেন এবং জিজ্ঞেস করলেন এটা তৈরি করতে কত বছর লেগেছে?
গাইড বলল: বিশ বছর।
তোমরা ভারতীয়রা অলস, টুরিস্ট বলল, আমদের দেশে হলে এটা পাঁচ বছরেই তৈরি হয়ে যেত।
আগ্রায় তিনি তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং জিজ্ঞেস করলেন এটা তৈরি করতে কত বছর লেগেছ?
মাত্র দশ বছর, গাইড উত্তর দিল।
টুরিস্ট বলল, তোমরা সত্যিই অলস। আমরা এরকম একটা স্থাপত্য আড়াই বছরে তৈরি করতে পারি।
এভাবে বিদেশী টুরিস্ট যা দেখে মুগ্ধ হয়, তাই তাদের দেশে এক চতুর্থাংশ সময়ে তৈরি করতে পারবে বলে দাবী করতে লাগল। শেষে, টুরিস্ট কুতুব মিনারের সামনে এল এবং জিজ্ঞেস করল, এটা কি?
গাইড বলল: সেটাতো জানি না, গতকাল বিকেলেও এটা এখানে ছিল না।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৩