একটি কনফারেন্সে যোগ দেবার জন্য তিনজন ইঞ্চিনিয়ার এবং তিনজন আইজীবি ট্রেনে যাচ্ছিলেন। স্টেশনে এসে প্রত্যেক আইনজীবি একটি করে টিকিন নিলেন কিন্তু ইঞ্জিনিয়ার তিনজনে মিলে নিলেন একটি টিকেট।
একজন আইজীবি বিশ্বিত হয়ে জিজ্ঞেস করল, আপনার তিনজন কিভাবে একটা টিকেটে যাবেন?
একজন ইঞ্জিনিয়ার উত্তর দিলেন: অপেক্ষা করে দেখতে থাকুন।
তিনজন আইনজীবি ট্রেনে উঠে সিটে বসে পড়ল কিন্তু তিনজন ইঞ্জিনিয়ার চাপাচাপি করে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষন পরে টিটি এসে বাথরুম ধাক্কা দিয়ে বলল: টিকেট প্লিজ?
বাথরুমের দরজা একটু খুলল এবং একটা হাত বেড়িয়ে আসল টিকেন নিয়ে। টিটি হাত থেকে টিকেট নিয়ে চলে গেল। এটা দেখে আইজীবিরাও ঠিক করল ফেরত যাবার সময় তারাও একই কাজ করবে।
যাবার সময় আইনজীবি তিনজন একটি টিকেট কাটল, কিন্তু তারা বিশ্বিত হল যখন দেখল ইঞ্জিনিয়াররা এবার একটি টিকেটও কাটল না। আশ্চর্য হয়ে একজন আইনজীবি জিজ্ঞেস করল: আপনার টিকেট ছাড়া যাবেন কিভাবে?
একজন ইঞ্জিনিয়ার বলল: অপেক্ষা করে দেখতে থাকুন।
ট্রেনে উঠে ইঞ্জিনিয়াররা একটি বাথরুমে এবং আইনজীবিরা আরেকটি বাথরুমে গাদাগাদি করে ঢুকে পড়ল, ট্রেন ছাড়ার কিছুক্ষন পর একজন ইঞ্জিনিয়ার বাথরুম থেকে বের হয়ে আইনজীবিরা যেই বাথরুমে লুকিয়ে আছে সেই বাথরুমের কাছে গেল।
তারপর, নক করে জিজ্ঞেস করল: টিকেট প্লিজ।
সুত্র: ধার করা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৫