এখন আর নিজেকে বড় একা মনে হয় না ;
কারন, নিজের একাকীত্বগুলোকে গলা টিপে হত্যা করে নিয়ে এসেছি
কিছু কৃতিম ভালোলাগা।
নিজেকে এখন আর একা মনে হয় না;
কারন, নিজের একাকীত্বগুলোকে মিশিয়ে দিয়েছি
কিছু ভালো কবিতার শব্দের সাথে,
হয়তো ছন্দ হয়ে দূরে কোথাও বাতাসে মিশে গিয়ে হারিয়ে যাবে।
নিজেকে এখন আর বড় একাকীত্ব মনে হয় না;
কারন,নিজের গোমোট একাকীত্বগুলোকে বেঁধে দিয়েছি সুদূর সাইবেরিয়া থেকে উষ্ণতার খুঁজে আসা অতিথি পাখির ডানায়,
হয়তোবা ঐ দুঃখগুলো অতিথি পাখির ডানার ভেতর লুকিয়ে চলে যাবে নাম না জানা কোন দেশে।
নিজেকে এখন আর বড্ড একা মনে হয় না;
কারন,নিজের একাকীত্বগুলো পেয়েছে হয়তবা কোন নগ্ন উষ্ণতার ছোঁওয়া;
সেই উষ্ণ ছোঁওয়ায় আমার দুঃখগুলো হয়তোবা গলে গিয়ে কোন এক বিষণ্ণ সন্ধায়
চোখের অশ্রু হয়ে ঝরবে অঝোর ধারায়।
মোহাম্মদ ফরহাদ মিয়াজি
ঢাকা বিশ্ববিদ্যালয়
৫-৫-১৬ইং
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:২৯