
আজকে ফেসবুক এ এই কমেন্টটা দেখলাম।কমেন্টটা দেইখা অনেক শান্তি পেইলাম।আহা বাংলাদেশ যদি ভারতের সাথে মিশে যায় তাহলে কতই না ভাল হবে।বিদেশের মাটিতে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা ইন্ডিয়ান।আমাদের উপরের কমেন্ট ওয়ালা ভাই এখানে আরও এক ধাপ এগিয়ে।তিনি ঠিকানা লেখেছে ঢাকা,ভারত।যেমন আমরা ঠিকানা লিখি ঢাকা,বাংলাদেশ সেখানে তিনি ঢাকা,ভারত লিখেছে।বাংলাদেশ ভারত হয়ে যাবার আগেই উনি বাংলাদেশ নামক দেশটাকে মুছে ফেলেছে।আমাদের ও উপরের ভায়ের মত আদর্শবান হতে হবে

আমাদের এই ভাইয়ের ফেসবুক লিঙ্ক এখানে
আর যেখানে তিনি এই কমেন্ট করছেন এখানে
তো আসুন আমরা ব্লগে একটা জরিপ করি !!!
১ যারা অখন্ড ভারতের পক্ষে তারা কমেন্ট এ ''পক্ষে'' লিখুন
২ যারা এর বিপক্ষে তারা তারা ''বিপক্ষে'' লিখুন
দেখি সামুর ব্লগাররা কি চায়

এখন পর্যন্ত প্রাপ্ত জনমত জরিপ
মন্তব্য করেছেন ২৫ জন
২ জন অখন্ড ভারতের পক্ষে
২১জন বিপক্ষে
২ জনের মত বুঝা যায় নি
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩০