ঘটনার শুরু ২ আগস্ট বৃহস্পতিবার ২০১২ সাল থাইক্কা।মানে দুই দিন আগে থাইক্কা আমার দাঁতে বেথা শুরু হইছে।আমার বেথা শুধু দিনের বালায় হয়।রাতে বা যখন ঘুমাই তখন আর বেথা হয় না।ঘুম থাইক্কা উঠার পরে আমার বেথা শুরু হয়।এখানে বইল্লা রাখা ভাল যে আমি আমার সব রোজা রাখি।আমার দাঁতের কোন জায়গায় বেতা তা নিচের চিত্রের মত বুঝাইলে আপনার বুঝতে আপনাগো বুঝতে সুবিধা হইব

তো ভাই ঐ ভদ্রলোকে যে খানে আঙ্গুল দিয়া দেখাইতাছে আমার বেথাও সেখানে(লাল দাগ দেওয়া জায়গায়)।আমার শুধুমাত্র বাম সাইডের নিচের মাড়িতে কষ্ট হইতাছে।সম্ভবত মাড়িতে সমস্যা।বাম সাইডের দাতগুলার অবস্থা খুব নড়বড়ে।হাত দিয়া দেখি নাড়াইতে পারি।বেশী চাম দিলে সম্ভবত খুইল্লাই যাইব


এখন সামুর আম জনতার কাছে আমার প্রশ্ন আমি এখন কি করতে পারি বা আমার কি আবার বিশাল কোন সমস্যা হইল নাকি

আবার ডাক্তারের কাছে যাওয়া লাগব নাকি





সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭