তোমাদের আজ বিদায় বলছি চোখে
তোমাদের আজ বিদায় বলছি, অন্ধ
হয়েছি কেমন পার্থিব সুখে- দুখে
তোমাদের আজ জীবন প্রদীপ বন্ধ।
তোমাদের আজ খেলা হবে না কোনো
ঘাতকের দল ডেকে নিয়ে গেছে বাড়ি,
তোমাদের ছোট ভাই আর যত বোন
এই পৃথিবীর সাথে অভিমানে নেয় আড়ি।
তোমাদের যাওয়া দিশেহারা করে দেয়
ঠিক তারপর ঘন্টাধ্বনি বুকে,
তোমাদের দেশে বোমারু ঘন্টা দেয়
ঘাতকের নেতা, সাদা বাড়ি সম্মতে।
আমাদের বুঝি কিছুই করার নেই
ঘাতকের কাছে আমরা আজ পরাজিত,
আমরা শুধু দু:খ বেচার খেই
হারিয়ে ফেলে ভাবছি, যদি জেতা যেত!
সৃষ্টিকর্তার কাছে আজ ক্ষমা চাই
অন্তরজুড়ে কান্নার রোশনাই
জ্বলছে নিভছে আগুনের হলাহল...
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:৫৩