আমার লেখা প্রথম বই- আজ তোমার মন খারাপ মেয়ে।
২০০৯ এ দেশে ফিরে ব্লগে লিরিকের পেছনের গল্প লেখা শুরু করি। শুরুতে খানিক দ্বিধা ছিল, জড়তা ছিল। এর আগে কখনো মগ্ন হয়ে আমি গদ্য লিখি নি। কিন্তু লিখতে বসে দেখি লিরিক বা গান ধরে কত কত গল্প এসে হাতে জমা হচ্ছে। আমার নিজের জীবনের নানা বাঁক নিয়ে উপন্যাসের আদল গড়ে উঠছে একা একাই।
আমি রাত করে লিখতে বসি। একটা দুটো করে লেখা প্রকাশ পায় অন্তর্জালে। আর দারুণ সব মন্তব্য আসতে থাকে। মনের মুকুরে এক ধরণের সেরেনিটি আমাকে দোলা দিয়ে যায়। লিরিকের গল্পে উঠে আসে সেই ছোট্ট মেয়েকে নিয়ে নাটোরের লালপুরে বসে লেখা 'পরী', হাইকোর্ট কম্পাউন্ডের আমার অনেক কথা শোনা কড়ই গাছ নিয়ে 'খোলা আকাশ একটি গাছ', আলগোছে লিখে ফেলা 'বৃষ্টি পড়ে' অথবা দারুণ আত্মবিশ্বাসে ক্রিকেট ভালোবেসে 'মার ঘুরিয়ে'র গল্প। একই সময়ে লিখতে শুরু করি আনকোরা কিছু নতুন লিরিকও।
প্রথম সংস্করণ মেলায় আসে ২০১২ একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে। এই বই প্রকাশে অন্যতম ভূমিকা ছিল ওয়াহিদ ইবনে রেজা বাপ্পীর। বাপ্পী প্রবল আগ্রহে আমার সমস্ত যোগাযোগের সেতুবন্ধন হয়ে যায় নিজেই। আমি আসলে তখন বই এর কথা ভাবিনি। এ সবই আমার ভবিতব্য ছিল, সময়টাও নির্ধারিত ছিল। ফলাফল- অন্বেষা প্রকাশনী থেকে আয়োজন করে বইটা প্রকাশ পায়। তখন প্রচ্ছদ করেছিল আমার প্রিয় চিত্রকর, মুরাদ।
২০১৯ এর ডিসেম্বরে আজ তোমার মন খারাপ মেয়ে-র পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ নিয়ে আসে বর্ষাদুপুর প্রকাশনী। এই সংস্করণে আমি পরী, বৃষ্টি পড়ে, ফিরে পেতে চাই, একটি গাছ- গানের পেছনের গল্প নতুন করে লিখেছি। কিছু লিরিক বাদ দিয়েছি। আর প্রচ্ছদ করে দিয়েছে প্রিয় নির্ঝর নৈঃশব্দ।
আজ তোমার মন খারাপ মেয়ে বইটার পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ এবারও বইমেলায় থাকছে। পাওয়া যাবে টি এস সি গেট সংলগ্ন বর্ষাদুপুর স্টলে। স্টল নাম্বার- ৫৭০ এ।
বইমেলা ছাড়াও সারা বছর ধরেই রকমারীতে বইটা পাবেন। রকমারীর লিংক দিয়ে রাখছি-
রকমারীতে বইটি পাবেন সারা বছর
বইয়ের ফ্ল্যাপের লেখাটা দিয়ে শেষ করছি। এই লেখাটা জানিনা কেন, আমার খুব প্রিয়। প্রথম সংস্করণ উৎসর্গ করেছিলাম খোলা আকাশ, একটি গাছ আর পরীকে। দ্বিতীয় সংস্করণ করেছি বাপ্পা ভাইকে। কিন্তু ফ্ল্যাপের লেখাটা আর বদলাতে ইচ্ছে করেনি পরে। মনে হলো এ রকমই থাক।
'রেখে গেলাম সে সব কথা
ভূবন চিলের সাঁঝ
দেখুক সবাই নগর পথে
বিষাদ কারুকাজ
আমি কোথাও থাকবো না তাই
শব্দ সাজাই আজ'
আজ তোমার মন খারাপ মেয়ে- পাঠকের হাতে থাকুক।
শুভেচ্ছা নিরন্তর।