শহরের শেষ স্ট্রীট লাইটটি পেছনে এসেছি মিনিট পাঁচেক হবে।সামনে গাঢ় অন্ধকার। হেডলাইট আরো শক্তিশালী হল। পেছন থেকে পুরা জেদ্দা শহরটাকে একটা বিয়ে বাড়ীর মতন লাগছে। লাল নীল বাতি দিয়ে চারদিক সাজানো।
শোঁ করে কনকর্ডের বেগে দু'টো কুত্তা রাস্তা পার হল। হালকা সাউন্ডে গান চলছে - "যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার - যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার - তুমি চাঁদের চেয়েও সুন্দর, তুমি ফুলের চেয়েও সুন্দর..........." নিরবতা ভাঙাল মিজান। "শুন মুমিন মুসলমান'অ, কলকি ভইরা গাঁণ্জা টান'অ, আখেরাতে গেলে আর গাঁন্জা পাইবানা"। গভীর রাতে বন্ধুরা মিলে সী - বীচে অথবা ঝাউবনে গলা ফাটিয়ে গাইতাম।
"আল -উসফান"। জেদ্দা থেকে ২১০ কি. মি. দূরের ছোট্ট একটা বেদুইন গ্রাম। হাইওয়ের পাশে কয়েকটা সুপার ষ্টোর আর ফুয়েলিং ষ্টেশন। মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে, দু'কাপ ধোঁয়া তোলা কড়া কফি নিয়ে বসেছি সাথে ডানহিল। "মীড" এর এসির হীমশীতল বাতাস লংড্রাইভের ক্লান্তি মুহূর্তেই দূর করে দিল।
"মীড" এর সামনের পার্কে নরম ঘাসে শুয়ে আছি। ইদানীং জেদ্দাতেও বেশ ঠান্ডা পড়ছে। এমন ওয়েদারে গাঁজা টানার মজাটাই আলাদা। অনেকদিন হল টানা হয়না, স্বাদটাও যেনো ভুলতে বসেছি !!! কাল শুক্রবার ; অফিস নাই , বাসায় ফেরার তাড়াও নাই।
গ্যালারি >> মিউজিক & সংগস >> বাংলা >> SKNTO >> "যদি আজ না উঠে চাঁদ, আমার কি এসে যায় তাতে ; তোমায় নিয়ে ........." কিরে কি শুনচ ?? মিজানের দিকে একটা এয়ার ফোন বাড়িয়ে দিলাম।
রাত্রি দ্বিপ্রহর পেরিয়ে গেছে। আরবীর কত তাঃ সঠিক মনে নেই। চাঁদটা যেন সামন্য হেলে পড়েছে। জোৎস্নায় ভেসে যাচ্ছে দৃষ্টিসীমার মধ্যে পুরো মরুভূমি। আচ্ছা এই চাঁদের আলো কি জানালর ফাঁক গলে তার মুখেও এসে পড়েছে ??? আজ আকাশটা ইষৎ লাল। হয়তোবা অনেকদূরে কোথাও ধূলিঝড় হচ্ছে। দূর থেকে বুলডোজার দিয়ে পাহাড় কাটার একটানা শব্দ ভেসে আসছে ,,,, ধ্রিম.. ধ্রিম..ধ্রিম.. ধ্রিম..ধ্রিম.. ধ্রিম..
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ ভোর ৪:২০