কয়েক দিন থেকে কেন জানি খুব হিমালয় প্রীতি শুরু হয়েছে।


অদূর ভবিষ্যতে সাধু হয়ে হিমালয়ে চলে যাই, আমার সাথে করে যা যা নিয়ে যাব :
১. ইন্টারনেট কানেকশন সহ আমার কম্পিউটার
২. স্যাটেলাইট কানেকশন সহ একটি প্লাজমা টিভি যাতে আর কোন চ্যানেল না থাকলেও বিটিভি, নাইনএক্সএম আর এইচবিও থাকতেই হবে!
৩. আমার মোবাইল সেট (সাথে ওয়ারিদ সীম)
৪. আমার কোলবালিশ
৫. ড্রীম থিয়েটর-এর আমার টি-শার্ট সমূহ (যদিও সাধু হয়ে গেলে এগুলো পরা যাবে কিনা কে জানে!)

৬. গোল্ড’স জীম এর বসুন্ধরা শাখা
৭. আমার বাসার টয়লেট
(শেষের দুটো কিভাবে নিয়ে যাব এখনও ঠিক করা হয়নি!)

এছাড়া আরও কিছু জিনিস বা প্রতিষ্ঠান যা নিতে পারলে হিমালয়কে মোটামুটি আস্তানা বানিয়ে ফেলা যাবে..

১. লাইভ কনসার্টের জন্য আর্টসেল ও পাওয়ারসার্জ ব্যান্ড

২. প্রথম আলো ও পিসি ওয়ার্ল্ড পত্রিকা
৩. খাজানা’র মুরগীর গ্রিল
সামনেই নতুন টার্ম। আসন্ন ভয়াবহতার ধাক্কা সামলাতেই হয়তো এতসব কিছু না নিয়ে খালি হাতেই হিমালয় রওনা হতে হবে..

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৪