সবকিছুরই শেষ আছে । কিছু শেষ নতুনত্ব আনে আর কিছু শেষ ধ্বংস ডেকে আনে। গাদ্দাফি,লাদেন,সাদ্দাম কেউই কিন্তু সম্মান নিয়ে মরতে পারেন নি। সাথে সাথে ধ্বংস হয়ে গেছে দেশগলোর উন্নতি,মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক অবকাঠামো। দোয়া করি আমাদের দেশে যেন এমন কিছু না ঘটে । আর একটা কথা, পুলিশের কিন্তু কোন জাত,ধর্ম নাই। যখন যে ক্ষমতায় থাকে পুলিশ তার অর্ডার মানে। যে পুলিশ আজকে আপনার কথায় অন্যকে রাস্তায় ফেলে পেটাচ্ছে খোদা না করুক কালকে সকালে সেই পুলিশই রাস্তায় ফেলে আপনার পশ্চাৎদেশে বুটের আঘাত করছে এমন যেন না হয়।উদাহরণ হিসাবে বলতে পারি যে পুলিশ সাহারা খাতুন কে রাস্তায় ফেলে ডান্ডাপেটা করেঠছল সেই পুলিশই কিন্তু জয়নাল আবেদীন ফারুককে রাস্তায় ফেলে বিবস্ত্র করেছে।
আর এটা ভুলে গেলেও চলবে না ক্ষমতা কেউ চিরজীবন দখল করে রাখতে পারে না। হাত বদল হওয়াই ক্ষমতার ধর্ম। তাই ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর গুলি করার ক্ষমতা যাদের হাতে তূলে দিচ্ছেন তারা কিন্তু মেরে ফেললে মার্ডার হয় না, হয় ক্রসফায়ার অথবা এনকাউন্টার। কোন এক সময় আপনিও হতে পারেন শিকারীর শিকার।
কোন বিশেষ দলকে উদ্দেশ্য করে লিখছি না। যারা বাড়াবাড়ি করে, যারা ক্ষমতায় জোর করে থাকতে চায়,যারা জোর করে ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতার অপব্যবহার করে সবার জন্যই এটা প্রযোজ্য।