(পলাশ ফুল)
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। আজ পহেলা ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ। দেখতে দেখতে আরেকটা বসন্ত চলে এল জীবনের। বসন্ত কাল আমার অনেক পছন্দ। হালকা শীত শীত ভাব, ঝকঝকে আকাশ আর শিমুল-পলাশের আগুন লাগানো রঙের মেলা। সেদিন রাস্তায় সকাল বেলা কোকিলের ডাক শুনলাম। শুনেই মনে হল কোকিল বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। মন ভালো হয়ে গেলো শুনেই। আজ অবশ্য কোন কোকিলের ডাক শুনতে পাইনি। সুন্দর একটা দিনের সকালেই রাস্তায় বের হতে দেখি ভয়াবহ যানজট। রাস্তায় এদিক ওদিক তাকিয়েও একটা শিমুল বা পলাশ ফুলের গাছ পেলামনা।
(শিমুল ফুল)
ঢাকা শহরের রাস্তাগুলোতে শিমুল আর পলাশের তেমন দেখা না পাওয়া গেলেও গ্রামের দিকে গেলে লাল রঙে ছেয়ে থাকা গাছগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। যারা ঢাকা শহরে ফাল্গুনের শুরুতে শিমুল-আর পলাশ দেখতে পারছেন না তাদের জন্য শিমুল-পলাশের ছবিসহ ফাল্গুনের শুভেচ্ছা।
একরাশ ভালোবাসা
আগামিকাল ভালোবাসা দিবস। আমার মতে ভালবাসতে দিবসের দরকার হয়না, ভালোবাসা প্রকাশ করার জন্য কোন দিন বা সময়ের দরকার হয়না। তবুও এই ব্যস্ত শহরে,ঠাশ বুনটের ভিরে কিছু মানুষ ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু সময় বের করেই ফেলে।
বিশেষ দিনে আমার বিশেষ মানুষটির জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আর অনেক অনেক ধন্যবাদ আমার জীবনকে সুন্দর আর ভালোবাসাময় করে দেয়ার জন্য।
তার ভালোবাসার জন্য শুধু বলতে পারি,
“তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।।
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালোগো কিরণধারা।“
ভালোবাসা দিবসের আগের দিনে সকল ভালোবাসাময় মানুষগুলোর জন্য আর সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের জীবনটাও সবসময় বসন্তকালের মত রঙিন আর ভালবাসাময় থাকে।
ধন্যবাদ
ছবি সূত্রঃ গুগল হতে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪