আপডেট: ১০৫ ভোট (মাত্র ২দিনে!)
বন্ধুরা.... মাত্র ২দিন ভোট দিয়ে
৫ম থেকে ‘আওয়াজ দিয়ে যাই’কে ২য় স্থানে ওঠিয়ে এনেছেন
৩০০গুণ পেছন থেকে মাত্র ৪গুণ পেছনে এনেছেন।
লক্ষ্য কঠিন না হলে অর্জনে মজা নেই। অতএব ভোট দিতে থাকুন...
ডয়েচে ভেলে আমাকে চূড়ান্ত মনোয়ন দিলেও
চূড়ান্ত বিজয় আপনাদের হাতে...!
=========================
আজ হঠাৎ করে জানতে পারলাম যে, ডয়েচে ভেলে কর্তৃক আমার ব্লগসাইটটি চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। ৪,৮০০ ব্লগ থেকে ৫টি ব্লগকে তারা চূড়ান্তভাবে মনোনোয়ন দিযেছে।
তারা আমাকে জানিয়েছিল গত ৯ এপ্রিল তারিখে। কিন্তু নিয়মিত অনলাইনে না থাকায় তাদের বার্তাটি দেখতে পাই নি। আজ ফেইসবুকে আমার একটি স্ট্যাটাসে তাদের দেওয়া মন্তব্য থেকে জানতে পারলাম সেই বার্তার কথা।
ভোট দেওয়া যাবে আগামি ৩ মে তারিখ পর্যন্ত। প্রতিদিন ১টি করে ভোট দেওয়া যাবে!
*ভোট দেবার সরাসরি লিংক *
*ফেইসবুক লিংক *
*বিস্তারিত তথ্য *
ভোট দিতে হলে ফেইসবুক/টুইটার ইত্যাদি দিয়ে আগে লগইন করতে হবে।
প্রতি ২৪ ঘণ্টায় একবার ভোট দেওয়া যায়।
প্রিয় সহব্লগার, সামহোয়্যারইনসহ পাবলিকব্লগে প্রকাশিত সকল লেখাগুলো আমার ব্যক্তিগত ব্লগসাইটে সংরক্ষণ করে রাখি। সেটির নাম দিয়েছি “আওয়াজ দিয়ে যাই ”।
আপনাদের ইচ্ছে যদি হয়, তবে ভোট দিয়ে আসতে পারেন, প্রতিদিন ১টি!
***ভোট দেবার জন্য সহব্লগার আমিনুর রহমান একটি সহজ পদ্ধতি দেখিয়েছেন ফেইসবুকে: Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৪