আরব দেশ তিউনিসিয়া আরো একটি সাহসি পদক্ষেপ নিল।
ত্রুটিপুর্ন মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়ায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাশ হয়েছে। এর মাধ্যমে নারী-পুরুষেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সমানাধিকার পাবেন।
গত ২৩ নভেম্বর দেশটির মন্ত্রীসভা পরিষদ নতুন এই বিল পাস করে। বিলটি পাস করার আগে দেশটির মন্ত্রীসভায় ব্যাপকভাবে আলোচনা করা হয়।
দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি ২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে প্রথমবারের মত এই বিল তৈরি করার জন্য পরামর্শ দেন।
তিউনিসিয়ার কট্টরপন্থি মুসলিমরা এই বিলের প্রবল বিরোধিতা করে আসছিলন। তাদের অভিযোগ নতুন এই আইন ইসলাম বিরোধী। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, তিউনিসিয়ার সংবিধান দেশটির নাগরিকদের মতামতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নাগরিকদের সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। কেউ চাইলে উইল/অসিয়ত/হেবা ইত্যাদির মাধ্যমে সম্পত্তির ভাগ ইসলাম মোতাবেক বা যেকোন ভাবে করতে পারবেন।
২০১৭ সালে প্রেসিডেন্ট এসেবসি দেশটির নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র স্বাধীনতা ও সমানাধিকার কমিটি গঠন করেন।
আরব বিশ্বে ও মুসলিম প্রধন দেশগুলোতে পুরুষদের সমান উত্তরাধিকারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলাকে প্রায়ই একটি নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয়।
সেই তুলনায় ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর চেয়ে উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটিতে নারীদের অধিকার ব্যাপারে বেশী সোচ্চার।
যদিও কুরআনের উত্তরাধিকার সম্পত্তি বণ্টনে কিছু ভুল দেখা যায় (কুরআন ৪:১১-১২)
স্ত্রীঃ ১/৮=৩/২৪ ; কন্যাঃ ২/৩ = ১৬/২৪ ; পিতাঃ ১/৬ = ৪/২৪; মাতাঃ ১/৬ = ৪/২৪
মোট=২৭/২৪ = ১.১২৫ (যা ১ হওয়ার কথা)
অন্যান্ন আরব দেশের মত তিউনিসিয়ায় মুসলিম নারী ভিন্নধর্মে বিবাহ নিষিদ্ধ ছিল গত বছর থেকে দেশটির মুসলিম নারীদের যে কোন ধর্মে বিয়ে করার স্বাধীনতা দেওয়া হয়েছে।
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী পিতার সম্পত্তির পুত্রের চেয়ে কন্যা বঞ্চিত হয়ে অর্ধেক কম পেত
গত অগাস্টে দেশটির প্রেসিডেন্ট, যিনি একজন উদার সেক্যুলার রাজনীতিক, নারীদের অধিকার এগিয়ে নেওয়ার লক্ষে খসড়া প্রস্তাব পেশ করতে একটি কমিটি গঠন করেন।
তিউনিসিয়াই একমাত্র দেশ যেখানে ‘আরব বসন্ত’ সফল হয়ে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। ২০১১ সালে ‘আরব বসন্ত’ নামে পরিচিত রাজনৈতিক আন্দোলনে দেশটির একনায়ক জিনে এল আবিদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১