১৯৭১ ও ৭২ এর কিছু পত্রিকা যা আগে দেখিনি।
একজন ফেসবুক বন্ধুর কল্যানে সংগ্রহ করলাম। স্ক্যান করা কিছু দেশী বিদেশী পত্রিকা।
লন্ডনের টাইমস পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনার খবর হেডলাইনেই লিখেছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে পূর্ব পাকিস্তানের বিদ্রোহীদের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনার সম্প্রচারের অপরাধে তাকে গ্রেফতার করে সামরিক জান্তা।
নিউ ইয়র্ক টাইমস (২৭শে মার্চ, ১৯৭১)
বংগবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন অবজারভার পত্রিকা
স্পষ্ট করে দেখতে
Click This Link
১০ই জানুয়ারিতে মুজিব দেশে ফিরেই যুদ্ধাপরাধের আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠনে বদ্ধপরিকর, পত্রিকা তাই বলছে।
১৯৭২ এর ১৩ জানুয়ারি অবজারভার
Click This Link
টাইমস অব ইন্ডিয়া ২৭ সে মার্চ ৭১
বহুল আলোচিত দালালি আইন বাতিল ও ৩০ হাজার দালাল+রাজাকার মুক্ত হওয়ার খবর।
তবে কোলাবরেশন উইত ভায়লেন্স (হত্যা অগ্নিসংযোগ, রেপ) দালাল রাজাকারদের এসব অপরাধের বিচার চলবে। এটা স্পষ্ট ভাবেই লেখা।
স্পষ্ট ভাবে দেখতে
Click This Link
পোষ্ট আপডেট হবে।
কৃতজ্ঞতা - https://www.facebook.com/banglanewstoday
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:২০