মহাবিশ্বে মানব সভ্যতার কোন শত্রু আছে কিনা কারো জানা নাই। তবে পৃথিবীর মানুষ যে তাদের স্বপ্নের সভ্যতা ধ্বংসের নানা আয়োজন করছে তা বোঝা গেলো সম্প্রতি বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন ডব্লিউ হকিং এর এক মন্তব্যে। তিনি বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জীবনমান উন্নত করতে আমাদের তাড়াহুড়ো মানব সভ্যতার সর্বনাশের কারন হতে পারে।” মানুষের তৈরী ডিভাইস গুলোর কারনে আগামী ১’শ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মানব সভ্যতা।
এবার অন্য প্রসঙ্গে যাই, পৃথিবীর মানুষ নিজেদের ধ্বংস করার জন্য কতো অস্ত্র তৈরী করেছে তার সঠিক হিসেব না থাকলেও ধারনা করা যায়। মধ্যপ্রাচ্যের যে আইএস নিয়ে উদ্বিগ্ন তাবত বিশ্ব,তারা কি জানে না আইএস অস্ত্র কোথায় পায়? পৃথিবীর দেশে দেশে যে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে আছে তাদের অস্ত্র আর অর্থের উৎস কোথায়? এসব প্রশ্নের উত্তর উদ্বিগ্নদের না জানার কথা নয়। আসল রহস্যটা হলো, পৃথিবীতে যতো কাল অস্ত্রের ব্যবসা থাকবে তত কাল এসব জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ থাকবে। আর ওই উদ্বিগ্নরাই ব্যবসাটা করবে। তাদের ব্যবসার স্বার্থে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ টিকিয়ে রাখতে হবে।
পরিশেষে, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে দরকার সভ্য মানুষের। যারা সত্যিকার অর্থেই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে চায়। মানুষ সভ্য না হলে সভ্যতা ধ্বংস হবে।
ধন্যবাদ সকলকে। আমার ব্যাক্তিগত ব্লগ
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬