গবেষণা প্রশ্নপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের রিসার্চ মনোগ্রাফ হিসেবে ‘বাংলা ব্লগের বিশ্লেষণ’ শীর্ষক একটি গবেষণা হাতে নিয়েছি। গবেষণার কিছু প্রশ্নের উত্তর জানার জন্য ব্লগারদের অংশগ্রহণে উন্মুক্ত একটি জরিপের ব্যবস্থা করেছি। গবেষণাপত্রের ফলাফল গবেষণা শেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আশা করছি আপনারা এই গবেষণা প্রকল্পে অংশ নেবেন। উত্তর ই-মেইলেও পাঠানো যাবে। ঠিকানা: [email protected]/ [email protected] কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে এড়িয়ে যেতে পারেন। ব্লগ কর্তৃপক্ষকে পোস্টটি স্টিকি করে দেওয়ার অনুরোধ করছি।
১. আপনার বয়স?
উত্তর: ক. ২০ বা এর নিচে খ. ২১-৩০ গ. ৩১-৪০
ঘ. ৪১-৫০ ঙ. ৫১ বা এর বেশি
২. আপনার পেশা?
উত্তর:--------------------
৩. পড়াশুনা করেছেন?
উত্তর: ক. মাধ্যমিক বা এর নিচে খ. উচ্চ মাধ্যমিক গ. স্নাতক
ঘ. স্নাতকোত্তর ঙ. অন্যান্য
৪. ইন্টারনেট ব্যবহার করেন?
উত্তর: ক. নিয়মিত খ. সপ্তাহে দুয়েক দিন
গ. ১৫ দিনে দুয়েক দিন ঘ. মাসে দুয়েক দিন
৫. ব্লগিং করেন?
উত্তর: ক. নিয়মিত খ. সপ্তাহে দুয়েক দিন
গ. ১৫ দিনে দুয়েক দিন ঘ. মাসে দুয়েক দিন
৬. ব্লগিং করার স্থান? (একাধিক উত্তর হতে পারে, প্রয়োজনে উত্তর সংযোজন করতে পারেন)
উত্তর: ক. বাসস্থান খ. কর্মস'ল
গ. সাইবার ক্যাফে ঘ. অন্যান্য
৭. সাধারণত কোন জায়গা থেকে ব্লগিং করেন? (উত্তর: চ হলে দেশের নাম উল্লেখ করুন।)
উত্তর: ক. রাজধানী ঢাকা খ. মহানগর গ. জেলা শহর
ঘ. উপজেলা/পৌর শহর ঙ. গ্রাম
চ. বিদেশ.........................
৮. বর্তমানে কোন জায়গা থেকে ব্লগিং করছেন?
উত্তর:
৯.আপনি কেন ব্লগিং করেন? (সংক্ষেপে লিখুন)
উত্তর:
১০. আপনি কি একাধিক ব্লগে লেখালেখি করেন? (উত্তর হ্যা হলে ১১ নম্বর প্রশ্নের উত্তর দিন।)
উত্তর: ক. হ্যা খ. না।
১১. কোন ব্লগে বেশি লেখেন? কেন?
উত্তর:
১২. ব্লগিং করার পর আপনার কি নতুন কোনো বন্ধু হয়েছে? (উত্তর: হ্যা হলে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দিন।)
উত্তর: ক. হ্যা খ. না।
১৩. আনুমানিক কতজন ব্লগ বন্ধু হয়েছে?
উত্তর:
১৪. ব্লগিং করার আগে চিনতেন কিন্তু কখনো কথা হয় নি। ব্লগিং করার পর কথা হয়। এমন বন্ধুর সংখ্যা কতজন?
উত্তর:
১৫. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উত্তর:
১৬. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন' একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
উত্তর:
১৭. ব্ল্লগ কর্তৃপক্ষ অনেক সময় কোনো কোনো লেখা ও লেখককে নিষিদ্ধ করে থাকে। কর্তৃপক্ষের কি এই ক্ষমতা থাকা উচিত? (উত্তর: ক হলে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দিন। খ হলে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দিন)
উত্তর: ক. হ্যাঁ খ. না।
১৮. নিষিদ্ধ করার কারণ-----------------------------------------------------------------------
১৯. নিষিদ্ধ না করার
কারণ--------------------------------------------------------------------
২০. ব্লগ কর্র্তৃপক্ষ কখনো কি আপনার কোনো লেখা নিষিদ্ধ করেছিল?
উত্তর: ক. হ্যাঁ খ. না।
এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো। দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।