অবশেষে আমি পাইলাম। অনেক অপেক্ষা, দীর্ঘ দিবানিশির পর পাইলাম। আমি পেলাম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। এর আগেও চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম কিন্তু সেই বেতন হবু শ্বশুর আব্বার কাছে বলার মতো ছিল না। এবার বলা যাবে। এখন আমার গোলাপীকে পাওয়ার জন্য জোর গলায় বলা যাবে।
সাপ্তাহিক একাত্তর, বিডিনিউজ টোয়েন্টিফোর, এডিটর ডট নেট এর পর গত মার্চ মাসে দেশের সেরা সংবাদপত্রে যোগ দিয়েছিলাম। বড় ভাইয়েরা বলেছিল পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। নিজের যোগ্যতার উপর আস্থা ছিল। তাই কাগজপত্র না নিয়েই কাজ করছিলাম। শেষ মেশ বললো জুনে দেবে। কিন্তু জুনে কবে দেবে তা বলেনি। জুনের প্রতিটা দিন প্রতীক্ষায় ছিলাম। কবে কবে পাবো এই কথা জিজ্ঞেস করতে করতে বড় ভাইদের বিরক্ত করে তুলছিলাম। অবশেষে আজ মঙ্গলবার পেলাম।
ভেবেছিলাম যেদিন নিয়োগপত্র পাবো সেদিন ব্লগে লেখা শুরু করবো এই ভাবে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা তুমি ভেস্তে দিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না।-----