খবরটা মন খারাপ করার মতো। তবু পোস্ট করলাম।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ত্রিদেশীয় প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিজয়ী দলের সৈয়দা নাইন ফাতিমা আবিদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মহিলা ক্রিকেট বিশ্বে ওয়ান স্ট্যাটাস পাওয়ার জন্য এই ত্রিদেশীয় সিরিজ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচেই হেরে গেল সালমার দল। সিরিজ শুরুর আগেই তিনি বলেছিলেন দলের ব্যাটিং দুর্বলতার কথা। শুক্রবার তা প্রমাণিত হল।
সকালে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ রানে প্রথম উইকেটের পতনের পর ১৯. ৪ ওভারে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারায়। পাকিস্তানি পেস আক্রমণের পর স্পিন যাদুতে একের পর এক বাংলাদেশী ব্যাটসম্যান পরাস্ত হয়। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডল ৩২ রান যোগ করলে কিছুটা স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। দলীয় ৬২ রানের মাথায় সালমা ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরলে লতার সঙ্গে জুটি বাঁধে সোহেলী আকতার। এই দুজন শক্ত হাতে ব্যাট চালিয়ে দলের স্কোর টেনে নিয়ে যাওয়ার পাশাপাশি মাঠভর্তি দর্শকদেরও মাতিয়ে তোলে। তারা ৩৮ রানের মূল্যবান পার্টনারশীপ উপহার দিলে দলের স্কোর একশো অতিক্রম করে। তবে লতা মন্ডল ২৬ ও সোহেলী ২২ রান করে আউট হলে আর কোন ব্যাটসম্যান ক্রিজে টিকতে পারেনি। ফলে ৪৬ দশমিক ১ ওভারে ১০৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
১১০ রানের সহজ জয়ের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৈয়্যদা নাইন ফাতিমা আবিদি ও বিছমা মারুফ মাত্র ১২ ওভারেই অর্ধশত রান পূর্ন করে। দলীয় ৫১ রানে বিছমা মারুফ ব্যক্তিগত ১২ রান করে তিথী রানীর চমৎকার থ্রোতে রান আউট হলে প্রথম উল্লাসের সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু উইকেটের অপরপ্রান্তে নাইন ফাতিমা আবিদির ব্যাটিং ঝড় বাংলাদেশী মেয়েদের উল্লাস বেশিক্ষণ টিকতে দেয়নি। বাংলাদেশী বোলিং আক্রমণ নস্যাৎ করে ইনিংসের ২৯তম ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফাতিমা আবিদি। জয় থেকে পাকিস্তান যখন আর মাত্র এক রান দূরে তখন ব্যক্তিগত ৬৫ রান করে শুকতারার বলে চম্পা চাকমার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ৩৩ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
শনিবার শ্রীলংকা ও পাকিস্তান মুখোমুখী হবে। সকাল ৯টায় ম্যাচ শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১০৯, (৪৬.১) লতা মন্ডল ২৬, সোহেলী আকতার ২২, সালমা, ১৬, সাথিরা জাকির জেসি ১৬, জাভেরি ওয়াদুদ ২০/৩, কানিতা জলিল ১৭/২।
পাকিস্তান ১১০/৩ (৩৩.৪) সৈয়্যদা নাইন ফাতিমা আবিদি ৬৫, সাজিদা শাহ ১৭, চম্পা চাকমা ১২/১, শুকতরা ৬/১। ফলাফলঃ পাকিস্তান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচঃ সৈয়্যদা নাইন ফাতিমা আবিদি (পাকিস্তান)
সৌজন্যে: দ্য এডিটর/কমলেশ মোহন্ত সানু/বগুড়া প্রতিনিধি