এই ব্লগে অনেকে অনেক কিছু নিয়ে লিখে। কেউ শিল্প, কেউ সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, বাস্তব, পরাবাস্তব, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, এমনকি কেউ কেউ অযথা একটা কবিতা তুলে দিবে এমন:
“এতটুকু জল চেয়েছিনু অনেক্ষন,
শুধু তোমার হাতে খাব বলে
জল রেখে, সরাই রেখে,
তবপানে চেয়ে রইনু সারাক্ষণ”।
কবিতার নিজের একটা শক্তি আছে, কারো না কারো দিলে ‘টাচ’ করে যাবেই। সে যাক। আজ আমি লিখব জ্যামিতি নিয়ে। হয়তো কারো হৃদয়ে ‘টাচ’ করবে না। তবু জানান দিক ‘আমি আছি’।
কোণ:
ত্রিভুজের ৩ কোনের সমষ্টি ২ সমকোণ।
চতুর্ভুজের ৪ কোনের সমষ্টি ৪ সমকোণ।
পঞ্চভুজের ৫ কোনের সমষ্টি ৬ সমকোণ।
ষড়ভুজের ৬ কোনের সমষ্টি ৮ সমকোণ।
২টা ত্রিভুজ সর্বসম হতে :
১. ১ টা বাহু ২ টা কোণ সমান হতে হবে, অথবা
২. ২ টা বাহু ১ টা কোণ সমান হতে হবে, অথবা
৩. ৩ টা বাহু সমান হতে হবে।
বি:দ্র: ৩ টা কোণ সমান হলে দু’টি ত্রিভুজ সর্বসম নাও হতে পারে।
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬