পিজ্জা নাকি বড়লোকের খাবার,
স্যুট-বুট পরে যেতে হয়,
বন্ধুরা বল্ল, দোস্ত, খাওয়াবি না কি একবার?
পিৎজা হাটে। বিশাল নাকি কারবার!
ছবি: গুগল
বন্ধুদের বললাম, সে এর এমন কি ?
তোদের জন্য জান কোরবান,
পিজ্জা আর এমন কি?
আমার কিনা দয়ার শরীর, মহৎ প্রাণ।
মাসের প্রথম দিকে হয়তো,
পকেটে টিউশনির টাকা
"বন্ধুরা আগামী ছুটির দিনেই চল,
কেন অপেক্ষায় থাকা?"
সেদিন চার তরুণ টেক্সি হাকিয়ে
পৌছালাম পিৎজা হাট
সবার ভিতরে উচ্ছ্বাস,
আমি বিনা বাকী সবাই ফিট-ফাট।
বেশ চলছে বুঝি, ভিতরে হাউজফুল,
বাহিরেও কেউ কেউ দাঁড়ান,
সহাস্যে সবিনয়ে অভ্যর্থনাকারী বল্ল,
-স্যার, প্লিজ, 'ওয়েটান'।
ভিতরে যবে ঢুকি মুগ্ধ হয় প্রাণ,
সবকিছুতেই আভিজাত্য, সাজানো গোছান।
আরাম কেদারায় বসে হেসে লুটোপুটি
মেনু আতে ওয়েটার আসে গুটি গুটি (পায়ে)।
দাম ছিল জানা, ছিলনা ভাবনা।
কে জানত বন্ধুরা ছিল 'লাক্ষস' ছানা।
এটা ওটা জিজ্ঞাসিয়া, হাকে
ফ্যামিলি সাইজ দু'খানা!
সুদৃশ্য নয়নাভিরাম মনোহর পরিবেশন
মো মো গন্ধে তার অর্ধ ভোজন।
কাটা পিজ্জা টেনে তুলি লাগে আকর্ষণ
মুখে দিল কী যে স্বাদ, আহা, পূর্ন সন্তোষণ!
ফ্রি ফ্রি নাহি পেলাম এক গ্লাস জল,
বেয়ারা আনে দামি কফি, পানির বোতল,
বিল দেখে হিসেব কষে পাই মনোবল
ওয়েটারে বখশিশ দিনু যাকিছু সম্বল।
উৎসর্গ: অপ্সরা
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩