১. আমাদের খেলোয়ারদের performance বেড়েছে ও বাড়ছে-এটা নিঃসন্দেহে বলা যায় । কিন্তু সেই সাথে politicsও বেড়েছে । যেমনঃ একজন খেলোয়ার বাদ প্রসঙ্গে কথা উঠার পর শুনেছি, ঊনি বাদ যাবেন না কারন ঊনি সরকার পার্টি করেন । মাশরাফির ব্যপারটাতেও politics এর গন্ধ পেয়েছি ।
২. সব সরকারের সময় দেখেছি এবং এখনও দেখছি কন্টোল বোর্ড গুলো সরকারি নেতাদের কর্তৃক নিয়ন্ত্রিত । এটা অবশ্য কাম্য নয় ।
৩. খেলোয়াররা যে মানের, আমরা ( দর্শক, পেপার, এড ও সরকার) তাদেরকে তার চেয়ে অনেক বেশী উঠিয়ে ফেলি । ফলে তাদের খেলার চেয়ে ভাব বেড়ে যায় বেশী ।
৪. টক শো আমাদের বন্ধ করতেই হবে । আমি জানি না টক শোগুলো আমাদের খেলার মান কিভাবে বাড়াবে ? বরং দর্শকরা বিভ্রান্ত হন ।
৫. আমাদের খেলোয়ারদের ফিটনেস আরো বাড়াতে হবে । আমাদের খেলোয়াররা বেশী দিন খেলতে পারেন না । সেই সাথে চাপও কমতে হবে ।
৬. আমাদের জনগন একধরনের এক্সট্রিমিষ্ট । আমাদের রাজনীতিবিদরা এর জন্য দায়ী । সহজে মেনে নিতে পারে না ।