কথাটা ঠিক ? অথবা এইভাবে বলাটা ঠিক ?
আমরা জানি ইলেকট্রনিকের দুটি ধারা : একটি হচ্ছে Analog এবং অপরটি হচ্ছে Digital.
একজন লেখক এসব জেনে লেখা উচিত ।
পৃথিবী এগুচ্ছে, ইলেকট্রনিকেলি এগুচ্ছে । এই ক্ষেত্রে Digital এর প্রাধান্য । আমাদেরকেও এগুতে হবে Digital এর শ্লোগান দিয়ে হোক, না দিয়ে হোক ।
বর্তমান সরকারের Digital শ্লোগান এর মর্মার্থ এখনো বুঝি নাই । সামান্য internet এর সুবিধাও পাচ্ছি না । গতকাল গ্রামিনের মোডেম ছুড়ে ফেলে দিতে ইচ্ছে হয়েছিলো । অনেকে বলে তাদের পুরো দেশে backbone আছে । কিন্তু আপনি data connectivity নিতে যান । আপনি হয় পাবেন না, না হলে bandwidth cost অনেক বেশী (প্রায় internet cost কাছাকাছি )। এই যদি অবস্থা হয়, সরকারের Digital শ্লোগান এর মর্মার্থ কি ?
জনাব মোজাম্মেল বাবু, আপনার bdnews24 এ লেখা পড়ে আমার এই ক্ষুদ্র প্রতিক্রিয়া । ইউটিউব, ফেইসবুক এর সাথে Digital এর সম্পর্ক খুবই কম, অন্তত আমার কাছে । আমি চাই সরকার Digital এর রুপরেখা প্রনয়ন বা পরিকল্পনা করুক এবং তা বাস্তবায়ন করুক । অন্তত: Tel Company বা বেসরকারী Bank থেকে শিক্ষা নিক । যেন পুরো বাংলাদেশে একটি fibre optic backbone তৈরী করে এবং জনসাধারনের জন্য সহজলভ্য করে দেই, যাতে সহজে তথ্য আদান-প্রদান করা যায় ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:১১