সালাউদ্দিন আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় । মনে পড়ে চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে প্রিয় দলের খেলা দেখার জন্য ঢাকায় আসতাম, আবার খেলা দেখে ফিরে যেতাম । তখন ক্যাবল কানেকসন ছিলো না, তাই বিদেশী খেলাও দেখতে পেতাম না । এখন বুঝতে দেরী হয় না যে আমাদের খেলার মান ভারত-মালদ্বীপ থেকে কত নীচে । মান নীচে নামার মূল কারন এককথায় বলতে হলে বলতে হয় "রাজনীতি "। খেলার মাঝেও রাজনীতি ঢুকে গেছে । তাই এখন আর আমার প্রিয় ক্লাবকে সমর্থন করি না ।
জনাব সালাউদ্দিন, আপনি বাংলাদেশের সব ফুটবল প্রেমীর হৃদয় ভঙ্গ করেছেন । আমরা ব্যথিত ও ক্ষুব্দ । ভাবতেও অবাক লাগে ভারতীয় অনূর্ধ ২৩ দলের কাছে বীরদর্পে হেরে গেলাম ! এই লজ্জা কোথায় রাখি ?
এখন বলতে বাধ্য হচ্ছি : কেন ডিডো লজ্জাজনক বাদ দিলেন ? আজ আমার কাছে মনে হচ্ছে ডিডো ঠিক ছিলো ।
জনাব সালাউদ্দিন, আপনিও রাজনৈতিক দুষ্টে দুষ্ট । আপনার আশে-পাশে যারা আছে তারাও । ঠিক অতীতের মত । আপনাদের ভাল খেলা উপহার দেওয়ার ক্ষমতা নাই, পরিকল্পনাও নাই । আপনারা বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বাজে মন্তব্য করে ফুটবলকে জনপ্রিয় করতে পারবেন না । সম্প্রতি আপনি ক্রিকেট সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছেন । ক্রিকেট অনুরাগিরা, খেলোয়াড়রা, আম্পায়াররা সবাই খুবই অসন্তুষ্ঠ । এভাবে ফুটবলকে এগিয়ে নিতে পারবেন না ।
আমরা চাই ফুটবল এগিয়ে যাক । তবে ডিডোকে লজ্জাজনকভাবে বিদায় দিয়ে নয় । বরং ফুটবল থেকে রাজনীতি লজ্জাজনকভাবে বিদায় দিয়ে । জনাব সালাউদ্দিন, প্লীজ একটু ভাবুন ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪