যদি বল-মনোহর কুমারী চোখে পড়লেই,
অভিলাষ জাগবেইতো, হৃদয়ে প্রেম ঢ়েলে দিতে!
তাই ভয় হয় ?
যদি বল-মজনু পাগল সেজেছে সে ছলনার বেশে
আয়োজন রেখেছি যা সংগোপনে, চায় সে নিতে!
যদি বল-বর্ষার যৌবনে নদী ভরা দেখে
রাক্ষসী জোয়ারে ভাসতে চায় সে!
যদি বল-পুস্পের সঞ্চয়ে আছে যত মধু
ভ্রমর হয়ে লুঠে নিবে একদিন,প্রতারণার বেশে!
যদি বল-সুধাময় সুরে মুখরিত গান শুনিয়ে...
অন্তরের অতল গহীনে আসবে,কলণ্ক বসাতে!
যদি বল-কালনাগ হয়ে আসবে তুমি
বিষাক্ত বিষঁদাত দিয়ে ছোবল দিতে!
যদি বল-যণ্ত্রণার রক্তে মাখা চিহ্নে ভরে যাবে বুক
কাটাভরা ক্যাকটাসে নেই কোন সুখ!
যদি বল-নিখুঁত প্রেমের অভিনয় শিখতে তুমি
আসবে হৃদয়ে প্র্যাকটিস করতে!
তাই ভয় হয়???
সত্য য়ে আজ ঢ়েকে গেছে মিথ্যার আবরণে
লাল বেনারসীতে আমি তারে জড়াব কেমনে!!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৪