এবার বেশ আবেগী সুরে আমার দিকে থাকিয়ে বলল,“ওই ৫ টাকা আমি হাশরের মাঠে আদায় করে নেব”।
মনের ভেতর একটু ধাক্কা খেলাম। ভাবলাম নিম্নবিত্ত এই মানুষটি ক’টি ৫ টাকা অনেক খাটুনি দিয়ে আয় করে বলেই তার এত ক্ষোভ। অপরদিকে কত দরবেশবাবা-ই তো আইনকে হাতের ঘুঁটি বানিয়ে হাজার কোটি টাকা লুটে নিলো।
গণতন্ত্র আমদানি করার নামে,ধর্মভূমি কায়েমের নামে,শান্তি রক্ষার নামে,গুপ্ত হত্যার নামে কত মায়ের কোল খালি করা হলো বিধবা করা হলো কত মা কে,এতিম করা হলো কতশত আদম সন্তানকে।
দেশে-দেশে মজলুম-নিপীড়িত মানুষের মিছিল বড় হচ্ছেই। আদৌ কি এসব অন্যায়ের বিচার হবে? হলে কোন আদালতে? আছেন কি এমন কোন হাকিম-বিচারক?
ঊত্তর ও তো সবার জানা।
আমাদের সবারই কপাল আসলে ওই রিকশা চালকের মতই।
আসুন সবাই হাশর দিনের প্রহর গুণি।
