ওজন এবং উচ্চতা জানলে এখনি আপনার প্রাথমিক স্বাস্হ্য পরীক্ষা করে
ফেলুন।
উপকরণ :
১। একটি ইন্টারনেট কানেক্টেড পি সি।
২।বি এম আই।
৩।ওজন এবং উচ্চতা কনভার্টের জন্য গুগল।
আসুন উপকরন গুলা সম্পর্কে একটু জানি।
১ নং উপকরণ নিয়ে বলার কিছু নাই।
২নং উপকরণ হলো (উইকিপিডিয়া অনুসারে)—প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাত বা তুলনামূলক গাণিতিক পরিসংখ্যানই বি এম আই বা বডি মাস ইনডেক্স। এটি হিসাব করা হয় ওজন কে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে।
৩ নং উপকরণ— স্বাস্হ্য পরীক্ষায় আবার ল্যরি পেজ আর সের্গেই ব্রিনের গুগল কেন?? হ্যা আসলে গুগল বেটা আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গ্যাচে।
যা বল ছিলাম আর কি—বি এম আই হিসাব করতে গ্যালে অনেক সময় একক নিয়ে ঝামেলা লাগতে পারে । কেজি কে পাউন্ড বা ফিট/ইঞ্চি কে সেন্টিমিটারে পরিণত করতে হতে পারে...।
আর সে ঝামেলার সহজ সমাধান দিয়ে গ্যাল পেজ-ব্রিনের গুগল।
ধরা যাক আপনার ওজন ৭৩ কেজি।তাহলে গুগল সার্চ বারে লিখুন convert 73 kg to pound ।দ্যাখবেন আপনার ৭৩ কেজিরে গুগুল পাউন্ড বানায়া দিছে ।
আবার ,ধরা যাক আপনার উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি তাহলে এবার গুগল সার্চ বারে লিখতে পারেন convert 5ft 11 in to centimeter এই বার দেখবেন গুগ্লা বেটা আপনার উচ্চতারে সেন্টিমিটারে কনভার্ট করে দিছে।কি বিচিত্র!
বি এম আই ক্যাটাগরিঃ
ক্যাট একঃ যদি এবং যদি আপনার বিএম আই ১৮.৫ এর নিচে হয়।আপনি চিমসানু(আমাদের চিকন মিয়া আর কি) এবং সম্ভবতঃ দারফুর বা সোমলিয়ার বাসিন্দা।
ক্যাট দ্বিঃ যদি এবং যদি আপনার বিএম আই ১৮.৫ থেকে ২৪.৯ সমান হয় । আপনি শাভাবিক।


ক্যাট তৃঃ বিএম আই ২৫ থেকে ২৯.৯। মহাশয়,আহার্য দেখিলেই ঝাপাইয়া পড়িবেন না কারণ আপনি পরবর্তী ক্যাটাগরি অধিভূক্ত হইয়া যাইলেও যাইতে পারেন।
এবং ক্যাট সুমোঃ




এরিস্টটল বলেছিলেন --নিরাশ হয়ো না তাতে আয়ু কমে। অর্থহীন এর সুমন(প্রকাশ বেস বাবা) এবং আদনান সামি এই সুমো ক্যাটাগরি থেকে সাফল্যের সাথে নিজেদের উত্তরণ ঘটিয়েছেন।আপনিও পারবেন ...।
কোথায় করবেন স্বাস্হ্য পরীক্ষা??
না সুর্যের হাসি চিহ্নিত কিংবা সবুজ ছাতা সম্বলিত কোথাও যাইতে হবে না ।যেখানে আছেন সেখানেই থাকেন...(শুধু ইন্টারনেট কানেক্টেড থাকেন)।
নিচের ঠিকানে যেতে পারেন অথবা গুগ্লারে কইয়া (BMI calculator) জিগাইতে পারেন।--
Click This Link
http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm
=======================
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫০