এই রে, সামুতে দেখি আমার ১ বছর আর সেই সাথে ৬ দিন হয়ে গেছে। নিজের অদেখায় এই ৬টা দিন কে কোন মতেই মেনে নেওয়া সম্ভব নয়
ওই সব থাক, মন খারাপ বা মেজাজ খারাপ করে এখন আর কোন লাভ নাই। তারচেয়ে বরং ১টি বছরের সুন্দর সুন্দর টুকরো-টাকরা স্মৃতিগুলোই হয়ে থাকুক সামুর সাথে আমার সম্পর্কের ভালোলাগা। সামুর সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কল্যানে আমি পেয়েছি অন্য এক পৃথিবী, অন্য এক জীবন স্রোত। ভাবতে অবাক লাগে, যে মানুষগুলোকে আমি চিনতাম না, জানতাম না অথচ কি এক আশ্চার্য জাদুবলে তাদের সাথে আমি কথা বলছি, তাদের কথা শুনতে পারছি, মনের গহীনে জমা করে রাখা অব্যক্ত কথাগুলো এখানে ফুটে উঠছে। মাঝে মাঝে আমি নিজেই পার্থক্য করতে পারি না আমাকে। সামুর আমি সত্য নাকি বাস্তবের আমি সত্য। আমি মনে হয় দুটোই। যে আমায় দেখতে পারছে সেই আমি যেমন সত্য তেমনি যে আমায় বুঝতে পারছে সেই আমিও সত্য। সামুকে ছেড়ে তাই আমার দূরে থাকা হবে না বোধহয়।
ভাবনার গভীরে যেতে চাইছি না। শুধু মন থেকে কৃতজ্ঞতা জানাই আমার সহব্লগারদের যাদের প্রেরণা, ভালোলাগা ছাড়া এখানে আমি এক মুহুর্তেও থাকতে পারতাম না। আমি এমনই, শুধু শুধু কোথাও বসে থাকতে পারি না, বড় অধৈর্য্য লাগে।
# যাদের ভালোলাগা দিয়ে শুরু হয়েছে আমার প্রতিটি পোস্টের ভালোলাগা :
তিলক গবেষনা
বালিকা ও অসম্পূর্ন চাওয়া
সন্ধ্যামালতিতে ফিরে আসা
প্রতীক্ষা ও ভালোবাসা
দুঃখবিলাসী হবো বলে ...
সন্ধ্যার মুগ্ধতায় ...
ইচ্ছা ও ইচ্ছাপূরণের বিবর্তন
আমি এখন জেনারেল ( পোস্টঃ ধন্যবাদ জ্ঞাপন)
ছবিতে সুন্দর দেখায় না? লাইনে দাড়াতে হবে না, এমনি এমনি নিয়ে যান দরকারী টিপস এবং ট্রিকস
তাক লাগানো বুদ্ধির জোর (ফানপোস্ট)
ব্রেকআপ যখন আপনার সম্পর্কের দ্বার প্রান্তে : ফ্যাক্টর অব রিলেশনশিপ
অভিন্ন ভূবনের ভিন্ন দ্বার
স্মৃতির ফ্রেমে জড়িয়ে রাখা পহেলা বৈশাখের অকৃত্রিম অনুভূতি
বিক্ষিপ্ত স্রোতে অভ্যস্ততা
অনুসন্ধানী পোস্ট: ব্লগারদের নামকরন ইতিহাসের অনন্য দলিল
ফেসবুকে "লাইক" অপশন ব্যবহারে আপনি কতটুকু সচেতন ???
জীবন থেকে নেয়া ওয়ারেন বাফেট তত্ত্ব: কখনো রম্য কখনো বাস্তবতা
তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা
থমকে দাড়ানো মাঝ দুপুরের কিছু ভাবনা
শরৎ - স্নিগ্ধ শুভ্রতায় এলোমেলো অন্য ভূবন
# অসংখ্য ভালোলাগার স্মৃতির মধ্যে কিছু কিছু স্মৃতি:
আমার প্রথম পোস্টের প্রথম মন্তব্য সোহেলী আপুর। যতদিন সামুতে থাকবো ততোদিন সোহেলী আপুকে মনে থাকবে।
সামুতে আমার প্রথম মন্তব্যকারী "ভাইয়া" ব্লগার। মনে না থাকার কোন যুক্তি আছে কি?
এই কথাটাও কি আমায় বিশ্বাস করতে হবে স্বর্ণা আপু?
লাভ য়্যু শায়মা আপু
উহ্ বুঝছি, মামলা খাওয়ার ভয়েই বুঝি কেউ হাত ধরে রাস্তা পার করে দিতে চায় না
বুঝছি, আপনার বুদ্ধির উন্নয়নেই ভাসছে দেশ
ঠিক কথা, সামু এত্তোগুলো খারাপ
আহ্, এরকম মন্তব্য শুনতে কে না চায়?
কাজের বুয়া হইবার আর ইচ্চা নাই। আপনার কি এখনও জেলে যাওয়ার ইচ্ছা আছে? থাকলে জানাইয়েন। আমার কাছে বুদ্ধি আছে
আমি ধন্য হয়ে গেলাম
ব্লগেও কি তবে এ্যাড করার চ্যান্স আছে?
কি মহিমা লুকিয়ে আছে এই মন্তব্যের মাঝে
ইমিনা তো এলিয়েনই।
তাহলে তো ন্যাশনাল আইডি কার্ড ফেসবুক হয়ে যেত
কথা সত্য
ভাবিরে বইলা দিমু এই কথা
অভিজ্ঞতা থেকে এই কথা বললেন কুনোভাই?
ভাইয়া, জিএফ কি পেয়েছিলেন নাকি বিয়ের দাওয়াই পাবো?
নাম তা আর চেঞ্জ করেন নি।
হাহ হা হা... এই সুন্দর মন্তব্য পড়ে আমি এখনো হেসে যাই
আহ্, কেউ কি কখনো আমায় এতোটা আপন ভেবেছিলো?
উল্লেখিত অপূর্ণ কি অপূর্ণ রায়হান?
নামকরনের স্বার্থকথা
জুকারবার্গ কে জানাইতে হবে
ফাকিবাজ ছাত্রে দেশ ডুবে যাইতেছে। সব আমাদের শিক্ষামন্ত্রীর দোষ
আমার পোলাপাইনরে বলে যাবো তারা যেন লাস্ট ব্যাঞ্চার হয়।
কিছু কিছু কথা বিশ্বাস করতে ইচ্ছা করে
কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো
নিজেকে পিচ্চি ভাবতে কি যে ভালো লাগে
এমন মনোযোগী পাঠক পেয়ে নিজেকে বড় ভাগ্যবান মনে হয়
অল্প একটু কথায় কতবেশী স্নেহ লুকিয়ে থাকতে পারে তা এই মন্তব্য না পেলে বুঝতাম না
আহ্, আদ্রিতা আপু !!!
প্রেম জিনিস টা কি?
# আলাদা করে রাখা কিছু ভালোলাগা মন্তব্য:
আমার সবচাইতে প্রিয় ব্লগারটি যখন আমার কোন পোস্ট পড়ার পর তা প্রিয়তে রাখার কথাটা জানিয়ে যায় তখন কেমন ভালো লাগে ভাবতে পারেন?
থ্যাঙ্কু রেজোওয়ানা আপু
থ্যাঙ্কু জানানোর ভাষাও হারিয়ে ফেলি যখন দেখি ফিফা ভাইও আমার কোন এক পোস্টে এতো সুন্দর মন্তব্য রেখে যান
আমার লেখা পড়ে যখন চেয়ারম্যান সাবও তার ভালোলাগা জানিয়ে দিয়ে যায় তখন নিজেকে অনেক কিছুই মনে হয়
জাহাজী! লর্ড অব দ্যা রিংস দেখেই যার প্রেমে পড়েছিলাম সেই জাহাজী কিনা আমার লেখা পড়ে মুগ্ধ
( উল্লেখ্য যে, এই মন্তব্যগুলো আমার কোন পোস্টেই দেখতে পাবেন না। এই রকম আরো অনেক মন্তব্য শুধু আমিই আমার বিভিন্ন পোস্টে দেখতে পাই কারন কখনো কখনো আমি দিবা-স্বপ্ন দেখতে পছন্দ করি। তবে তাহারা যদি ইচ্ছা করেন তবে এই দিবা-স্বপ্ন বাস্তবতা পেতেও পারে )
# চিঠির বাক্স:
প্রথমেই জানিয়ে দেওয়া উচিত যে, যার যার নামে এই ছোট্ট ছোট্ট চিঠিগুলো লেখা হয়েছে তাকে ব্যতিত অন্য কেউ যেন তা না পড়েন। আমরা সবাই বড় হয়ে গেছি তাই ব্যাক্তিগত গোপনীয়তার প্রয়োজনীয়তা আমরা বুঝি।
কাল্পনিক_ভালোবাসা : মোবাইল থেকে সামুর ফুল ভার্সন দেখতে পাই না। দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে উপকার করবেন।
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) : আগস্ট মাসে সেই যে পোস্ট দিলেন আর তো পোস্ট দিলেন না। নতুন নতুন পোস্ট আশা করতে পারি কি?
সীমানা ছাড়িয়ে : আপনি কি তবে সীমানা ছাড়িয়ে অসীমে হারিয়ে গেলেন ? আপনাকে কোথাও দেখি না আর
আহমেদ জী এস : আপনার ভাবনার সাথে আমার ভাবনার কোথায় যেন একটা মিল আছে। মিলটা ঠিক ধরতে পারছি না। বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন প্লিজ এবং উত্তর পেয়ে গেলে আমাকে জানাবেন কিন্ত।
ভারসাম্য : সেই যে রমজান মাসে কবিতা পেলাম আর কিন্তু পেলাম না অথচ আপনি অসাধারন সব কবিতা লিখতে পারেন্
স্নিগ্ধ শোভন : আমার ইন্টারভ্যু নিবেন কবে? প্রিপারেশন নিয়ে বসে আছি তো
অদ্বিতীয়া আমি : নতুন পোস্টের জন্য আর কতদিন অপেক্ষা করবো আপুনি?
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা : স্বর্ণা আপুর লেখা কি কখনোই পড়া হবে না?
এহসান সাবির : আপনার বাড়ীতে কিন্তু আমার দাওয়াত। মনে আছে তো?
ইমরাজ কবির মুন : এত্তো এত্তো অনুরোধ করে যাচ্ছি, একবারও কি মনে দাগ কাটে না? হুহ্
শুঁটকি মাছ : আপু রে, কোথায় তুমি? কোথাও দেখি না যে
মাহমুদ০০৭ : আপনার প্রো পিকের রহস্যটা জানতে ইচ্ছা করে
চিরতার রস : ভাইরে, বিয়ে করার পরও ব্লগিং করার যায়
সুইট এঞ্জেল : সুইট আপ্পি, তুমি কোথায়? তোমার অসাধারন সব লেখা মিস করছি। ব্লগটাকে বড় বিস্বাদ লাগে তোমার ওই অসাধারন লেখা ছাড়া
ইখতামিন : এভাবেই কি প্রিয় মানুষগুলো হারিয়ে যায়?
অস্পিসাস প্রেইস : সেই যে ভালোবাসার চিঠি দিয়ে গেলেন আর তো দেখা দিলেন না
সাজিদ উল হক আবির : এতো অল্প বয়সে কঠিন কঠিন গভীর গভীর লেখা কি ভাবে লিখেন?
অদৃশ্য : আপনার ফেবু আইডি পাওয়ার ইচ্ছা হয়
কান্ডারি অথর্ব : ভয় পেয়েছিলাম। ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ
সায়েদা সোহেলী : ছবি-ব্লগ পাওয়ার কথা ছিলো আপু
বি.দ্র: আমার অনেক প্রিয় প্রিয় আপু ব্লগার এবং ভাইয়া ব্লগার আছেন যাদের নাম এই পোস্টে উল্লেখ করি নি কারন তাদের নাম তো আমার মনের ঘরেই লিখা আছে যেখান থেকে সেই নামগুলো পৃথিবীর কোন শক্তিই মুছে দিতে পারবে না, এমন কি আমেরিকাও না