এমন এক নীরব সাগরে পৌঁছেছি
যেখানে ফিসফাস শব্দও কম্পন তোলে
রহস্য মন্দিরের চূঁড়োয় ।
সামান্য একটু উন্মনা হাওয়ায় ,
কাঁধ থেকে খসে পড়া
মসলিন আঁচলের মৃদু গুঞ্জনে
বিকেল আমাদের দিকে ঘুরে যায়
রাত্রির নরম আলোতে ।
এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।
( ২০১২ তে লেখা কবিতা। মিস করি সে সময়টাকে যখন আমি কবিতা লিখতে পারতাম। এখন কবিতা লেখাটাকে ভীষণ পরিশ্রমী কাজ মনে হয়। মাথায় একটা শব্দও আসে না!)
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭