সামু ব্লগে ফটোগ্রাফারদের পদচারনায় সাজ সাজ রব পরে গেছে। এই সামুতেই এত রকমের ফটোগ্রাফার আছে,তা ছিলো আমার কল্পনারও বাইরে। কত রকমের ছবি আর তার বিষয়বস্তু, আমি বার বার তা দেখছি আর তার সাথে বাড়ছে মুগ্ধতা।
কোভিডের কারনে পুরো অস্ট্রেলিয়াতে মেলবোর্ন ও তার আশেপাশে এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে আমরাও আম-আদমি। এখনো মাস্ক, বাসা থেকে কাজ(২ দিন করে অফিসে যাচ্ছি যদিও) আরো নানা বিধিনিষেধ রয়েছে। মাঝে মাঝে মনে হয় এক ঘোরের মাঝে আছি; একই কাজ প্রতিদিন,সোম কিংবা রবিবারের ফারাক আর বুঝি না। সব মিলিয়ে ছবি তোলা প্রায় বন্ধ।
ব্লগে আমেরিকা,কানাডা সাথে ইউরোপেরও অনেক ছবি এসেছে। এবার আসুক আমার অস্ট্রেলিয়া!। প্রথম পর্বে এখানে ল্যান্ডস্কেপের কিছু ছবি দেয়া হলো।
১।
, মানদুরাতে এক গোধূলিলগ্ন , Western Australia
২।
সবুজ বনানী,ইয়ারা রেঞ্জ, ভিক্টোরিয়া
৩।
And then they came, they(White settlers) came with gun, dog, disease and fox. ট্রাইবাল ড্যান্স পরলোকগত আত্মাদের উদেশ্যে আচার অনুষ্ঠান।
৪।
সিডনি ওপেরা হাউস, ছবিটা চলমান স্পীডবোট থেকে তোলা
গ্রীষ্মের সিডনির ভাইভ, প্রতিদিন যেন এক এক রকমের মানুষের মিলনমেলা। একটু দূরেই দেখা যাচ্ছে সিডনি হারবার ব্রিজ।
৫।
টলটলে পানি, প্রকৃতি আর মানুষের সহবস্থান।মসম্যান,নিঊ সাউথ ওয়েলস।
৬।
রঙ্গিন প্যাডেল বোট,লেক এমারাল্ড, ভিক্টোরিয়া
৭।
কুক্কাবুরা পাখি, চমৎকার করে ডাকে,প্রধান খাবার সাপ আর সরীসৃপ জাতীয় প্রানী। আপার ইয়ারা রেঞ্জ, ভিক্টোরিয়া
৮।
এক গ্রীষ্মের রক্তিম সূর্যাস্ত। ফিলিপ আইল্যান্ড।
৯।
লেক ইল্ডন,এখানে শুধু প্রকৃতি আর পাখি , ইয়ারা রেঞ্জ, ভিক্টোরিয়া
১০।
এখান্ থেকে তিমিদের মাইগ্রেশন দেখা যায়। গ্রানাইট আইল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৫