সময় গ্রীষ্মকাল । ২০১৪ সালের ৮ মে । সকাল ১০ টা বেজে ১০ মিনিট । প্রচন্ড তাপদাহ গরমের মধ্যে ২ বছরের ষাধনা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি ময়মনসিংহ কলেজিয়েট ষ্কুলে ।মেয়েদের সাথে কথা বলতে পারি না তাই বেঞ্চে বসে পড়া গুলো মনে করার চেষ্টা করছিলাম ................
হঠাৎ আচমকা পাশে বসা এক মেয়ে পরীক্ষার্থী এমন সময় বলল
তোমার নাম কি ? শিশির (কাল্পনিক)।
তোমার নাম? কনা । দেখেই বুঝতে পেরেছিলাম ময়মনসিংহের সিলেব্রেটি কমার্স কলেজের তোখোর মেধাবী স্টুডেন্ট । তথাকথিত ভাল স্টুডেন্টরা সাধারনত বলে থাকে যে , কিছু পড়ি নাই , কিছু পারি না, আবার কিছুই কমন পড়ে না , অবশেষে বলে একটু হেল্প করবেন। সেই ধারা অনুযয়িী কনা বলেছিল একটু হেল্প করবা প্লিজ । ঠিক আছে শিশিরের ময়মনসিংহ এর প্রতি মারাত্মক দুর্বলতা । ময়মনসিংহ এর লোকজনদের আপনজনের মত ভালবাসে । তাই শিশির বলল , তোমাদের বাসা কোথায় ? বাগমারা ।
তোমার বাসা ? টাঙ্গাইল ।
ঘড়িতে ১০ টা ২০ বাজে । স্যার খাতা দিল । সম্পূর্ন মনোযোগ ঢেলে দিলাম যার ফলাফল পরীক্ষার খাতায় কলমের ডগা দিয়ে বের হচ্ছিল । মাঝে মধ্যে দুই একবার কনা হেল্প চেয়েছিল । চারপাশে করা গার্ড তাই হয়তো সাধ্যমতো হেল্প করা যায়নি । খুব ভালো পরীক্ষা দিয়ে চলে গেলাম ভাড়া করা বাসায় ।
১১ তারিখ ২য় পত্র পরীক্ষা কিছু টপিক পড়া হয়নি তাই খুবই চাপে ছিলাম ।
তিন রাতজাগা হাড়ভাঙ্গা পরিশ্রম করার পর ১১ তারিখ সকালের সূর্যোদয় বলেদিচ্ছিল আজকে থেকে আর পড়া শুনা করা লাগবে না ।
যাই হোক যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হলাম , শিশিরের কথা হলো- কি অবস্থা ?
প্রিপারেশন কেমন নিয়েছে ? কনা বলল, গানিতিক টার্ম গুলো নাকি কম বুঝে ,হেল্প করবা কিন্তু !!!
আচ্ছা ঠিক আছে বলে , শিশির বলল ”এইসএসসি পরীক্ষার পর কোন কোচিং এ ভর্তি হবা ”কনা প্রতুত্তরে বলল ” ঢাকায় চলে যাব ওখানে IELTS করব তারপর বাহিরে চলে যাব”
শিশির ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল । মনে মনে ভাবল হয়তো কোনদিন বলতে পারবে কনা নামের এক মেয়ের পাশাপাশি বসে এইচএসসি পরীক্ষা দিয়েছিল সে মেয়েটি এখন আমেরিকা ,কানাডা , বা ইংল্যান্ড পড়াশুনা করে । ” আগেইু বলা হয়েছে ,Mymensingh supplied all kinds of success to SISIR ..It also mentionable that , sisir always says that mymensingh alredymixed in my mind , heart , blood and flesh . so sisir is owe to mymensingh forever ..শিশির কথা দিয়েছে ময়মনসিংহকে একদিন অনেক কিছুই দিবে ................
তাই কনা যদি বড় কিছু হয় ময়মনসিংহ এরই মঙ্গল হবে ।
আমার পরীক্ষা শেষ স্যারেরা লক্ষ্য রাখতেছে এক জন অপরজনকে হেল্প করছে ,,,শেস মেষ কনা মনে হয় একটি প্রশ্নের উত্তর করতে পারে নাই । (লেখতে লেখতে আঙ্গুল ব্যাথা করছে তাই সংক্ষিপ্ত করে ফেললাম )
শেষ হলো এইচএসসি ২০১৪। কোচিং এ ভর্তি হলাম , ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবেই । আবার শুরু করলাম ৪ মাসের জন্য সংগ্রাম । এর মধ্যে শিশির একবার ফোন দিয়েছিল । কিন্তু সে তো অধরা , কাল্পনিক , স্কলারশীপ নিয়া বিদেশ গমনরত যাত্রী তাই সে অধরা । তাই তারপর আর কথা হয়নি ।(একটি প্রশ্ন রয়ে গেল ) ১৩ আগষ্ট এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কনার টা জানার ইচ্ছে ছিল ( এক সাথে এক্সাম দিছি তাই ) পরে ভাবলাম বাংলাদেশে মনে হয় নেই থাকলে ফোন দিত । রেজাল্ট এর পর ময়মনসিংহ এর গাঙ্গীনার পাড় , রেলস্টেশন এর ছিন্ন মূল মানুষের মাঝে মিষ্টি বিতরণ করলাম । পরে জীবন সংগ্রামে ব্যাস্ত হয়ে গেলাম ।
ঘুরে ফিরে আবার মে মাস কিন্তু সেটা এক বছর পর ২০১৫ । ১৩ মে শিশির সেন্ট্রাল লাইব্রেরিতে পড়া অবস্থায় হঠাৎ করে ফোন দিল কনাকে সে কোন দেশে আছে । জবাব টা এলো মিরপুর । ভিসা জটিলতার কারনে যাওয়া হয়নি ।এখন ইডেন কলেজ এ পড়ে ।
শিশিরের কথা শুনল ওদের কলেজের পাশের ভার্সিটিতে পড়ে । এখন বন্ধুত্ত্বের সুবাতাস বইছে ।
(সংক্ষিপ্ত আকার এ লেখা হলো । *অসংস্য রহস্য রয়ে গেল । ঘুম এ চোখে দেখছি না )
বিঃদ্রঃ অনাড়ি হাতে টাইপ করে রাত জেগে লেখা ৃৃৃ..এই স্টোরিতে কয়েক জায়গায় কিছু প্রশ্ন রয়ে গেল .....আপনারা অনুগ্রহ করে ধরিয়ে দিবেন ।
র্
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৪২